Students Internship Programme: এবার সরকারি দফতরেও করা যাবে ইন্টার্নশিপ! কারা পাবে সুযোগ? টাকাই বা দেওয়া হবে কত? জানালেন মমতা

Last Updated:

এদিন তিনি ভাঙড় ডিভিশনেরও উদ্বোধন করেন৷ উদ্বোধন করলেন ‘যোগ্যশ্রী’ প্রকল্পের৷ তিনি জানান, এবার থেকে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ চালু করল এই ‘যোগ্যশ্রী’ প্রকল্প। ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন জয়েন্ট এন্ট্রান্স, আইআইটি ইত্যাদির প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রকল্পে।

কলকাতা: সোমবার কলকাতা ধনধান্য স্টেডিয়াম থেকে একগুচ্ছ প্রশাসনিক প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের মঞ্চ থেকে অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য চালু করলেন ‘যোগ্যশ্রী’ প্রকল্প৷ পাশাপাশি, ছাত্রছাত্রীরা যাতে ছাত্রাবস্থার পরেই ছোট থেকে সরকারি দফতরের কাজকর্ম শিখতে পারে, সেই উদ্দেশ্যে সরকারি ভাবে চালু হল স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম৷ আর এই প্রকল্পে প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী ইন্টার্নশিপ করার সুযোগ পাবে বলে জানান তিনি৷ ভাল কাজের পুরস্কার হিসাবে থাকবে কাজের মেয়াদবৃদ্ধির সুযোগও৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অনেকে আমাদের শিক্ষা নিয়ে অবজ্ঞা করেন। বাংলা মিডিয়ামের ছেলেরা ভাল ইংরেজি বলতে না পারলে অবহেলা করা হয়। বাম আমলে ইংরেজি শিক্ষা তুলে দেওয়া হয়েছিল। আমরা চালু করেছি। আজকের ছাত্রছাত্রীদের কী প্রয়োজন? মেধার কী প্রয়োজন তা গড়ে তোলা হচ্ছে। অনেক জায়গায় ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। wbcs অফিসারেরা এক সময় ইংরেজি ড্রাফট করতে যথাযথ পারত না৷ নানা অসুবিধার কথা বলত। এখন তাঁদের ব্রিটেনে পাঠানো হচ্ছে। তাঁরা প্রশিক্ষণ নিয়ে আসছেন।’’
advertisement
আরও পড়ুন: সোনার গয়না বিক্রি করতে হয়েছিল…স্মৃতিচারণায় জানালেন ছাত্রাবস্থার সেই কথা জানালেন মমতা!
তারপরেই মমতা জানান, সোমবার থেকেই রাজ্যে চালু হচ্ছে স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম। তাতে পড়াশোনা শেষ করার পরে ছোট থেকেই সরকারি কাজে প্রশিক্ষণ দেওয়া পাবে ছাত্রছাত্রীরা। মোট ২৫০০ ছাত্র-ছাত্রী যোগ্যতার ভিত্তিতে পাবে এই সুযোগ। পরে তাদের যোগ্যতা বিচার করে চাকরি রিনিউও হতে পারে। ইন্টার্নশিপ করলে তারা ১০ হাজার টাকা করে পাবে।
advertisement
advertisement
আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা বেড়েছে আয়, FIR করেছে সিবিআই! সন্দেশখালির ‘সেই’ ইডি আধিকারিককে নিয়ে এবার প্রশ্ন তুলল তৃণমূল
এদিন তিনি ভাঙড় ডিভিশনেরও উদ্বোধন করেন৷ উদ্বোধন করলেন ‘যোগ্যশ্রী’ প্রকল্পের৷ তিনি জানান, এবার থেকে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ চালু করল এই ‘যোগ্যশ্রী’ প্রকল্প। ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন জয়েন্ট এন্ট্রান্স, আইআইটি ইত্যাদির প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রকল্পে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Students Internship Programme: এবার সরকারি দফতরেও করা যাবে ইন্টার্নশিপ! কারা পাবে সুযোগ? টাকাই বা দেওয়া হবে কত? জানালেন মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement