Mamata Banerjee: সোনার গয়না বিক্রি করতে হয়েছিল...স্মৃতিচারণায় জানালেন ছাত্রাবস্থার সেই কথা জানালেন মমতা!
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
এদিন ধনধান্য স্টেডিয়ামে একটি বিশেষ প্রশাসনিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই তিনি ভাঙড় ডিভিশনেরও উদ্বোধন করেন৷ আর উদ্বোধন করলেন ‘যোগ্যশ্রী’ প্রকল্পের কথা৷ তিনি জানান, এবার থেকে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ চালু করল ‘যোগ্যশ্রী’ প্রকল্প। ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশিক্ষণ মিলবে এই প্রকল্পে।
কলকাতা: সোমবার, ৮ জানুয়ারি থেকে রাজ্যে চালু হল আরেক নতুন প্রকল্প৷ দুঃস্থ এবং অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য নতুন ‘যোগ্যশ্রী’ প্রকল্প চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি, করলেন স্মৃতিচারণাও৷ জানালেন, উচ্চশিক্ষার জন্য তাঁকেও একসময় বিক্রি করতে হয়েছিল সোনার গয়না৷
এদিন ধনধান্য স্টেডিয়ামে একটি বিশেষ প্রশাসনিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই তিনি ভাঙড় ডিভিশনেরও উদ্বোধন করেন৷ আর উদ্বোধন করলেন ‘যোগ্যশ্রী’ প্রকল্পের৷ মমতা জানান, এবার থেকে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ চালু করল ‘যোগ্যশ্রী’ প্রকল্প। ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশিক্ষণ মিলবে এই প্রকল্পে।
মমতা বলেন, ‘‘অনেকে আমাদের শিক্ষা নিয়ে অবজ্ঞা করেন। বাংলা মিডিয়ামের ছেলেরা ভাল ইংরেজি বলতে না পারলে অবহেলা করা হয়। বাম আমলে ইংরেজি শিক্ষা তুলে দেওয়া হয়েছিল। আমরা চালু করেছি। আজকের ছাত্রছাত্রীদের কী প্রয়োজন? মেধার কী প্রয়োজন তা গড়ে তোলা হচ্ছে। অনেক জায়গায় ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। wbcs অফিসারেরা এক সময় ইংরেজি ড্রাফট করতে যথাযথ পারত না৷ নানা অসুবিধার কথা বলত। এখন তাঁদের ব্রিটেনে পাঠানো হচ্ছে। তাঁরা প্রশিক্ষণ নিয়ে আসছেন।’’
advertisement
advertisement
আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা বেড়েছে আয়, FIR করেছে সিবিআই! সন্দেশখালির ‘সেই’ ইডি আধিকারিককে নিয়ে এবার প্রশ্ন তুলল তৃণমূল
এবার থেকে প্রতিবছর জানুয়ারির প্রথম সপ্তাহে স্টুডেন্টস উইক পালিত হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘স্টুডেন্টসদের সব এই সময় দিতে হবে। এটা বাধ্যতামূলক হবে। এটা বদল হবে না। আমি প্রতিবার ৮ জানুয়ারি আসব সবার সামনে। প্রিন্সিপাল, সহ বাকিদের থেকে খোঁজ খবর নেব।’’এরপরেই স্মৃতিচারণা করেন মমতা৷ বলেন, ‘‘গরিব হয়ে জন্মানো অপরাধ নয়। মানুষ করে গড়ে তোলা আমাদের কাজ। উচ্চশিক্ষার জন্যে আমাকেও মটরমালা বিক্রি করতে হয়েছিল।’’
advertisement
এদিন শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত একাধিক প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী৷ ‘যোগ্যশ্রী’ প্রকল্প চালু হওয়ার পাশাপাশি এদিন থেকেই স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম চালু হল বলেও জানান মমতা। ছোট থেকেই সরকারি কাজে প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রকল্পে। ২৫০০ ছাত্র-ছাত্রী এই সুযোগ পাবেন। তাঁদের যোগ্যতা বিচার করে চাকরি রিনিউ হতে পারে। ইন্টার্নশিপে ১০ হাজার করে দেওয়া হবে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের।
advertisement
আরও পড়ুন: বিরাট প্রতাপ, ভেড়ির ‘বাদশা’! একসময়ের বাম থেকে এখন তৃণমূল, এই নেতার বাড়িতে গিয়েই আক্রান্ত ইডি! কে এই শাহজাহান শেখ?
এছাড়া, সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে র্যাগিং রুখতে টোল ফ্রি নাম্বারের নোটিফিকেশন বোর্ড বসবে বলে জানান মমতা। তাঁর দাবি, ‘‘এডুকেশন সেক্টরে রাজ্য সেরা হয়েছে। প্রাথমিক শিক্ষাতেও এক নম্বরে। যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয় সেরা হয়েছে। তাহলে বাংলাকে ছেড়ে যাবেন কেন? আমাদের হয়ত কিছুই নেই। কিন্তু কী করে চালাচ্ছি সেটা দেখুন। আমাকে পশ্চিমবঙ্গ সরকারের সংসার চালাতে হয়। তাও এত সামাজিক স্কিম আমাকে চালাতে হয়।!’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
January 08, 2024 1:53 PM IST