বুধবার থেকে পুজোর ছুটি ঘোষণা... বন্ধ থাকবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়!
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুর্যোগের কারণে বুধবার থেকে রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটি, শিক্ষকরা বাড়ি থেকে কাজ করবেন, এরপর পুজোর ছুটি শুরু.
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আগামিকাল বুধবার থেকেই স্কুলে স্কুলে ছুটি ঘোষণা স্কুল শিক্ষা দফতরের। দুর্যোগ পরিস্থিতির কারণে আগামিকাল ও পরশু স্কুল ছুটি থাকবে। তারপর পুজোর ছুটি পড়ে যাচ্ছে। তাই কাল থেকেই রাজ্য জুড়ে সরকারি ও সরকারি অনুমোদিত স্কুলগুলিতে পুজোর ছুটি। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিও কাল থেকেই বন্ধ থাকবে। অধ্যাপক,শিক্ষক-শিক্ষিকাদের বাড়ি থেকেই কাজকর্ম পরিচালনা করার পরামর্শ রাজ্যের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 8:29 PM IST