ভোটে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Last Updated:
এদিন ভোট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘১৯টি জেলা পরিষদে জয় নিশ্চিত ৷ ২১টির মধ্যে ১৯টিতে জয় নিশ্চিত ৷ সুপ্রিম কোর্টে তথ্য গোপন করা হয়েছে ৷ সিপিএম-কংগ্রেস-মাওবাদী একজোট হয়েছে ৷’
#কলকাতা: সকাল ৮টা থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা ৷ গণনাকেন্দ্রে ঢুকে ছাপ্পা। শাসক-বিরোধী সংঘর্ষ। বোমা, গুলি। পুলিশের সঙ্গে বচসা। পালটা লাঠিচার্জ কাঁদানে গ্যাস। ফলঘোষণার দিনেও বিক্ষিপ্ত অশান্তিতে উত্তেজনা ছড়াল রাজ্যের কয়েক জায়গায়। কোথাও অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। কোথাও কাঠগড়ায় বিরোধীরা।
পঞ্চায়েত নিয়ে আইনি লড়াইয়ে জমি ছাড়েনি বাম-বিজেপি-কংগ্রেস। কিন্তু ভোটের লড়াই? আদৌ সেই লড়াইয়ে ছিল তো বিরোধীরা? বিজেপি তবু কিছুটা মুখ বাঁচিয়েছে। বাম-কংগ্রেসের অবস্থা দেখে প্রশ্ন উঠছে, রাজ্যে সংগঠন বলে আদৌ কি কিছু আছে সর্বভারতীয় এই দুই দলের? ভোটের ফল প্রকাশের পর অস্তিত্ব সংকটে বাম-কংগ্রেস।
advertisement
advertisement
পরীক্ষা শেষ। এবার ফল। কিন্তু, অশান্তি এড়ানো গেল না। এদিন বেশ কিছু গণনা কেন্দ্র বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে ৷ এদিন ভোট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘১৯টি জেলা পরিষদে জয় নিশ্চিত ৷ ২১টির মধ্যে ১৯টিতে জয় নিশ্চিত ৷ সুপ্রিম কোর্টে তথ্য গোপন করা হয়েছে ৷ সিপিএম-কংগ্রেস-মাওবাদী একজোট হয়েছে ৷’
advertisement
এর পাশাপাশি তিনি আরও জানান, ‘ভোটে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ৷নিহত রাজনৈতিক কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2018 8:51 PM IST