পুজোর আগে চালু হচ্ছে না নয়া মাঝেরহাট সেতু , কবে কমবে বেহালাবাসীর দুর্ভোগ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে এই ব্রিজ, তবে কবে শেষ হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা৷
#কলকাতা : পুজোর আগে চালু হচ্ছে না মাঝেরহাট সেতু। দ্রুত গতিতে নয়া মাঝেরহাট সেতু তৈরির কাজ চলছে। একমাস আগে থেকেই শুরু হয়ে গেছে মাঝেরহাট সেতুর শেষ ধাপের কাজ। আশা করা হয়েছিল পুজোর আগেই মাঝেরহাট সেতুর কাজ শেষ করে দেওয়া হবে। কিন্তু লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে সেই কাজ আটকে যায়৷ ফলে কাজ শেষ করতে দেরি হয়ে যায়৷ তবে রাজ্যের পূর্ত দফতর আশাবাদী নতুন বছরের শুরুতেই চালু করে দেওয়া হবে। সেটা চালু হয়ে গেলে ভোগান্তি কমবে বেহালা বাসীর।
নতুন বছরে চালু হয়ে গেলে গঙ্গাসাগর যাওয়ার জন্যে সুবিধা হবে। নয়া মাঝেরহাট সেতু তৈরি হচ্ছে কেবল স্টেয়ড। সেই কেবল জোড়ার কাজ শুরু হয়ে গেছে মাঝেরহাট সেতুতে। এই কাজের জন্যে সুইৎজারল্যান্ড থেকে প্রায় ৮৪ মেট্রিক টন কেবল বা স্ট্র্যান্ড আনা হয়েছে। মোট ৮৪টি ডাক্টের মধ্যে দিয়ে এই ৮৪ মেট্রিক টনের কেবল বা স্ট্র্যান্ড পাঠানো হবে। যা নয়া সেতুর ছয় পিলিয়ন মধ্যে দিয়ে যাবে। সেতুর ভার ধরে রাখবে। মাঝেরহাট নয়া সেতু কেবল স্টেয়ড হওয়ার কারণে, যে স্ট্র্যান্ড বা কেবল ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত আধুনিক মানের। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই কেবল এইচ ডি কেবল বলেও পরিচিত। এই বিশেষ কেবল বা স্ট্র্যান্ড গুলো একটি মোটা ডাক্টের মধ্যে দিয়ে পাঠানো হবে। সেই ডাক্ট আবার দুটি প্রান্তে গ্রাউটিং করা হবে। যাতে কেবল টান টান অবস্থায় থাকে।
advertisement
সূত্রের খবর, এই কাজ শেষ করতে প্রায় আড়াই মাস মতন সময় লাগবে এখনও। রাজ্যের লক্ষ্য চলতি বছরেই এই সেতু তৈরি করে ব্যবহারের উপযোগী করে তোলা। ইতিমধ্যেই এই সেতু চালু হওয়ার জন্যে তিন বার ডেটলাইন পেরিয়ে গিয়েছে। লকডাউন পরিস্থিতিতে সেতুর কাজ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে। রেল লাইনের ওপরে থাকা সেতুর কাজ শেষ করা হয়েছে। এখানে গার্ডার বসানোর কাজ শেষ। ৭৬ মিটার লম্বা এই গার্ডার মোট ছ'টি অংশে বিভক্ত করা হয়েছিল। সেই অংশ ধাপে ধাপে বসানো হয়েছে রেল লাইনের ওপরে। নয়া মাঝেরহাট সেতু অনেকটাই দেখতে দ্বিতীয় হুগলি সেতুর মতো। বিদ্যাসাগর সেতু ও নিবেদিতা সেতু হল কেবল স্টেয়ড সেতু। নয়া মাঝেরহাট সেতুর পিলার বা পাইলন অনেক উচুঁ। যা যুক্ত থাকবে কেবল মারফত গার্ডার বা ডেক মারফত। বিশেষজ্ঞদের বক্তব্য, বর্তমানে এই সেতুর চাহিদা অনেক। তবে কেবল যথাযথ ভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। মাঝেরহাট পুরনো সেতু ভেঙে পড়ার পরে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল এক বছরের মধ্যে নয়া সেতু চালু হবে।
advertisement
advertisement
রাজ্যের অভিযোগ ছিল, রেল অনুমতি না দেওয়ায় কাজ দীর্ঘদিন আটকে থাকে। রেল মন্ত্রী পীযূষ গোয়েলকে মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখতে বলেন। তার পরেই কাজে গতি আসে। এই সেতু চালু হয়ে গেলে বেহালা, নিউ আলিপুর সাথে দক্ষিণ ২৪ পরগণার মানুষের ভীষণ সুবিধা হবে। এই সেতু চালু হয়ে গেলে যান চলাচলে সুবিধা হবে। এই সেতুর নকশা এমন ভাবে করা হয়েছে যাতে ৩৬০ টন ওজনের গাড়ি চলাচল করতে পারে।
advertisement
ABIR GHOSHAL
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2020 9:44 AM IST