#কলকাতা: প্রায় একমাস ধরে পুলিশের সঙ্গে লুকোচুরি শেষ। অবশেষে গ্রেফতার মরা মুরগির কারবারের মূল পান্ডা কওসর আলি ঢালি। কওসরের স্ত্রীর মোবাইলের টাওয়ার লোকেশনে নজর রাখছিল পুলিশ। হাসনাবাদের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার কওসর আলি ঢালি।
খামারে কওসর আলি ঢালির জন্য রয়েছে আলাদা ঘর। তাঁর ঘরে অনুমতি ছাড়া প্রবেশে ‘না’! ঘরে ছড়িয়ে বহু ক্যাশমেমো, ভিজিটিং কার্ড! জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা থেকেও আনা হত মরা মুরগি। নিউটাউনের খামারের ফ্রিজারে সেই মাংস রাখা হত। বিভিন্ন দোকান ও বাজারে কম দামে বিক্রি হত মরা মুরগির মাংস!
আরও পড়ুন-শহরের এক নামী রেস্তোরাঁর খাবারের পাতে মিলল আরশোলা, ঘটনায় উত্তপ্ত এলাকা
পুলিশ সূত্রে খবর, মোবাইলের সূত্র ধরেই গ্রেফতার করা হয় কওসরকে ৷ আত্মীয়দের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি ৷ আত্মীয়দের কললিস্ট দেখেই ধৃত কওসর ৷ প্রথমদিকে বারুইপুর, সোনারপুরে লুকিয়েছিলেন তিনি ৷ পরে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালিতেও আশ্রয় নেন ৷ কিছু সময় রাজারহাট, টাকিতেও লুকিয়েছিল কওসর ৷ আত্মীয়দের মাধ্যমেই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন ৷ সেইসব কললিস্ট সংগ্রহ করে পুলিশ ৷ অবশেষে হাসনাবাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয় কওসরকে ৷
কওসরকে আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বারাকপুর আদালত ৷ তাঁর বিরুদ্ধে ফুড সেফটি ধারা ২৭২/২৭৩ ও ৫১ ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arrested, Dead chicken meat business, Kausar Ali Dhali, Newtown poultry