ফেসবুকে দীর্ঘ পোস্ট মহুয়ার, করিমপুর নিয়ে আবু তাহেরের সঙ্গে যোগাযোগের পরামর্শ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
আবু তাহের প্রসঙ্গে এর পর অবস্থান স্পষ্ট করেছেন মহুয়া৷
#কলকাতা: নেতাজি ইন্ডোরের সভা থেকে মহুয়া মৈত্রকে কাজের এলাকা বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেছেন, আবু তাহের মহুয়ার প্রাক্তন বিধানসভা কেন্দ্র করিমপুরের বিষয়ে দেখবেন, মহুয়া যেন কৃষ্ণনগরের বিষয়টিতেই নজর দেন৷ সেই কথা বলার বেশ কিছুক্ষণ পরে ফেসবুক পোস্টে নিজের মত প্রকাশ করলেন মহুয়া মৈত্র৷
মহুয়া ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দয়া করে এই বার্তা শেষ অবধি পরবেন। আমি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র । করিমপুরবাসীদের জন্য এক বিশেষ বার্তা’, এর পরেই মহুয়া লিখেছেন তাঁর মতামতের বিস্তারিত৷ লিখেছেন, ‘আপনারা সকলেই জানেন যে ২০১৬ সালে মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়ে ও করিমপুরের জনগণের ভালোবাসায় আমি করিমপুর বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হই। ২০১৬ থেকে ২০১৯ এই তিন বছরে সরকারের যে সর্বব্যাপী উন্নয়ন তা করিমপুরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি- এই সময় প্রায় ১৪৯ কোটি টাকার উন্নয়নের কাজ পশ্চিমবঙ্গ সরকারের থেকে বরাদ্দ করাই।রাস্তাঘাট, বিদ্যুৎ,পানীয় জল, স্থায়ী বাস স্ট্যান্ড এর মতো পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্প থেকে শুরু করে লালন মঞ্চ,সদ্ভাবমন্ডপ এর মতো সংস্কৃতি ও বিনোদনের ক্ষেত্র নির্মাণের মতো প্রকল্প থেকে শুরু করে করিমপুর আই.টি.আই , করিমপুর পান্নাদেবী কলেজের মানোন্নয়ন এর মতো শিক্ষা মূলক প্রকল্প থেকে শুরু করে নানা ক্ষেত্রে সরকারের উন্নয়নের মানচিত্রে করিমপুরকে সামিল করার চেষ্টা করেছি এবং আপনারা তা চাক্ষুষও করেছেন।’
advertisement
এর পরেই এসেছে লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার প্রসঙ্গ, ‘২০১৯ সালে আমি কৃষ্ণনগর লোকসভার সাংসদ নির্বাচিত হওয়া থেকে আজ অবধি আমার লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধানসভায় সরকারের উন্নয়ন পৌঁছে দেয়ার পাশাপাশি করিমপুর বিধানসভার মানুষের ভালবাসায় আবদ্ধ হয়ে এই বিধানসভাতেও সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কাজ করার চেষ্টা করে গিয়েছি। কোভিড পরিস্থিতিতে করিমপুর হাসপাতালে অক্সিজেন প্লান্ট নির্মাণ থেকে শুরু করে , প্রত্যেক গ্রাম পঞ্চায়েত অঞ্চলে Oxygen Concentrator, করিমপুর আনন্দপল্লী শ্মশানে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ থেকে শুরু করে জিম, কমিউনিটি টয়লেট-সহ নানা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে ও মাননীয়া মুখ্যমন্ত্রীর আশীর্বাদে রূপায়ণের কাজ শুরু করেছি। বিগত কয়েকদিন আগে PHE দপ্তরের মাননীয় মন্ত্রীর বদান্যতায় হোগলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের যাত্রাপুর গ্রামসহ বেশ কিছু গ্রামে পানীয়জল সংকটের স্থায়ী সমাধানের ব্যবস্থা করেছি। গত সপ্তাহে ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের সহায়তায় নির্মিত “SHEFEXIL” দ্বারা করিমপুরের পান চাষীদের পান যাতে বিদেশে রপ্তানি করা যায় তার আলোচনা সভার আয়োজন করেছি।আপনাদের বিনোদনের জন্য "আহারে তেহট্ট"-র মতো মেলা আয়োজন করার চেষ্টা করেছি।’
advertisement
advertisement
তিনি লিখেছেন, ‘আমি ২০১৯ সালে কৃষ্ণনগরের সাংসদ হওয়ার পরেও (২০১৯ থেকে আজ অবধি) উদ্যোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন মন্ত্রক থেকে প্রায় ২১ কোটি ( করিমপুর ১ block-৬ কোটি এবং করিমপুরে ২ block-১৫ কোটি) টাকা করিমপুর বিধানসভার উন্নয়নের জন্য বরাদ্দ করাই। এ ছাড়াও আমার সাংসদ তহবিল থেকে প্রায় ৯২ লক্ষ টাকার কাজ করিমপুরে কলেজ, হসপিটাল ও বাস স্ট্যান্ড (যে গুলো আমার লোকসভার Catchment Area মধ্যে পড়ে) চত্বরে করাই।
advertisement
করিমপুরের একজন সাধারণ ভোটার হিসেবে বা আপনাদের পূর্বতন বিধায়ক হিসেবে প্রত্যেক করিমপুর বাসীর সঙ্গে আমার নাড়ির টান ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্বোচ্চ নেত্রীর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলিতে আরো বেশি সময় দেওয়ার নির্দেশের কারণে আমাকে ওই অঞ্চলে গুলোতে আরো বেশি সময় দিতে হবে।’
advertisement
আবু তাহের প্রসঙ্গে এর পর অবস্থান স্পষ্ট করেছেন মহুয়া৷ তিনি লিখেছেন, ‘তাই আপনাদের কাছে অনুরোধ আগামীদিনে উন্নয়ন মূলক প্রকল্প সংক্রান্ত কোনও বিষয়ে প্রয়োজনে মাননীয় সাংসদ জনাব আবু তাহের খান সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন। আমি করিমপুরের ভোটার ও অধিবাসী হিসেবে আমার করিমপুরের বাসস্থানেই থাকব।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2022 10:24 PM IST