'ঘ্যাচাং ফুঁ'... এবার 'বিশেষ' 'বিশেষ' বিধায়কদের 'চাকরির রিকোয়েস্ট' নিয়ে কড়া হুঁশিয়ারি মমতার! করলেন সতর্কও

Last Updated:

Mamata Banerjee: মমতা বলেন, "কোনও বিধায়ক চাকরির রিকোয়েস্ট করে চিঠি দেবেন না৷ ফেসটাইমে কথা কম বলুন।

 বিধায়ক থেকে কাউন্সিলরদের কড়া হুঁশিয়ারি মমতার
বিধায়ক থেকে কাউন্সিলরদের কড়া হুঁশিয়ারি মমতার
#কলকাতা: "কোনও বিধায়ক চাকরির রিকোয়েস্ট করে চিঠি দেবেন না৷ ফেসটাইমে কথা কম বলুন।" নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে এবার বিধায়কদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দুর্নীতি নিয়েও আরও একবার বিধায়ক থেকে কাউন্সিলরদের হুঁশিয়ারি দিলেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, "কোনোদিন সকালে উঠে দেখবেন, নাম ঘ্যাচাং ফুঁ।" এই মর্মেই বৃহস্পতিবারের সমাবেশ থেকে বিধায়ক থেকে কাউন্সিলরদের কড়া হুঁশিয়ারি মমতার!
মমতা বলেন, "কোনও বিধায়ক চাকরির রিকোয়েস্ট করে চিঠি দেবেন না৷ ফেসটাইমে কথা কম বলুন। হোয়াটসঅ্যাপ তুলে নিচ্ছে৷ জেলায় জেলায় আইবি'র লোকেরা বিজেপির হয়ে কাজ করছে। কিছু কাউন্সিলর নিয়েও অভিযোগ পাচ্ছি। জলাভূমি ভরাটের অভিযোগ এসেছে। কথা না শুনলে কোন দিন সকালে উঠে দেখবেন নামটা ঘ্যাচাং ফুঁ।"
advertisement
advertisement
হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরেই বার বার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় দলীয় সভা ও সমাবেশগুলিতে লাগাতার উঠে আসছে দুর্নীতি নিয়ে কড়া বার্তা। এদিনও আরও একবার নিয়োগ দুর্নীতি নিয়ে দলীয় নেতা কর্মী থেকে বিধায়ক কাউন্সিলরদের সচেতন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
বিজেপির বিরুদ্ধে এদিনের মঞ্চ থেকে ফের একবার সোচ্চার হন তৃণমূল নেত্রী। মমতা নিজে স্লোগান তোলেন, "বিজেপির এজেন্সি চাই না, আমাদের চাকরি চাই। বিশ্বকর্মা পুজো বাদ রেখে আপাতত এটাই চলবে। বিজেপি আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। যতই সিবিআই, ইডি কাঁচির চেষ্টা করো, কিছু হবে না। যত কাটবে, আমরা ততই বাড়ব। আমরা শক্তিশালী হব।"
advertisement
দিল্লি দখলের বার্তা দিয়ে মমতা বলেন, "পঞ্চায়েত নির্বাচনের পরেই আসল খেলা দেখবেন। বাংলা থেকেই আসল খেলা শুরু হবে৷ সঙ্গে এখন আমার বন্ধুরাও আছে৷ নীতিশ জি, তেজস্বী, অখলিশ আছে। সবাই এক হয়ে যাবে। যত খুশি গ্রেফতার করুন কেউ মাথা নোয়াবেন না৷ একটা কর্মীর কিছু হলে দল পাশে থাকবে। দল সব দূরবীন দিয়ে দেখে।"
বাংলা খবর/ খবর/কলকাতা/
'ঘ্যাচাং ফুঁ'... এবার 'বিশেষ' 'বিশেষ' বিধায়কদের 'চাকরির রিকোয়েস্ট' নিয়ে কড়া হুঁশিয়ারি মমতার! করলেন সতর্কও
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement