Mahakumbh Snan: 'মহাকুম্ভ স্নানে আপনি যোগ দিন...' যোগী সরকারের আমন্ত্রণ রাজ্য বিধানসভার অধ্যক্ষকে
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mahakumbh Snan: মহাকুম্ভের আগেই চিঠি দিয়ে বাংলার রাজ্য বিধানসভার অধ্যক্ষকে আমন্ত্রণ জানাল যোগী সরকার। যোগী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে মহাকুম্ভে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে।
কলকাতা: মহাকুম্ভের আগেই চিঠি দিয়ে বাংলার রাজ্য বিধানসভার অধ্যক্ষকে আমন্ত্রণ জানাল যোগী সরকার। যোগী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে মহাকুম্ভে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে।
যোগী সরকারের তরফে দেওয়া ওই চিঠিতে লেখা হয়েছে, “বারো বছর পরে এই পুণ্য তিথি। মহাকুম্ভের স্নানে আপনি যোগ দিন। রাজ্যের অতিথি হিসাবে আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে।”এই প্রসঙ্গে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বলেন, “আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আমি ব্যস্ত থাকায় যেতে পারলাম না।
advertisement
advertisement
তবে এই বড় ইভেন্ট যাতে সফলভাবে সমাপন হয়, তার জন্য শুভকামনা জানিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশ সরকার এবং আমন্ত্রক তথা উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকারকে শুভকামনা জানিয়েছেন বিমান বাবু ৷
মহাকুম্ভে সবচেয়ে বেশি পুণ্যার্থীদের ভিড় জমে শাহী স্নানে। সেই কারণে ওই দিনগুলো বাদ দিয়ে অন্য কোনও দিন বিমান বন্দ্যোপাধ্যায়কে মহাকুম্ভ মেলায় যাওয়ার পরামর্শ দেন উত্তরপ্রদেশের অধ্যক্ষ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2025 5:49 PM IST










