Magrahat Murder: টানটান নাটক! মগরাহাট জোড়া খুনের মূল অভিযুক্ত ধরা পড়ল টালিগঞ্জে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Magrahat Murder: মগরাহাট এলাকায় গতকাল এক সিভিক ভলান্টিয়ার সহ খুন হয়েছেন ২ জন। হাড়হিম এই ঘটনায় গুলি করে, গলা কেটে খুনের অভিযোগ রয়েছে জানে আলমের বিরুদ্ধে।
#কলকাতা: শেষরক্ষা হল না। মগরাহাট জোড়া খুনের একদিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত জানে আলম। রবিবার টালিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় জানে আলম মোল্লাকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ভিনরাজ্যে পালানোর চেষ্টায় ছিল অভিযুক্ত (Magrahat Murder)। যদিও সেই চেষ্টা সফল হওয়ার আগেই পুলিশের জালে ধরা পরে যায় অভিযুক্ত (Civic Volunteer Murder)। উদ্ধার হয়েছে অস্ত্রও।
খুনের ঘটনার পর থেকে এলাকা ছাড়া হয়ে যায় জানে আলম মোল্লা। এরপর তার খোঁজ শুরু হয় এলাকাজুড়ে। ডায়মন্ড হারবার জেলা পুলিশ রাতভর তল্লাশি চালায় (Magrahat Murder)। এরপরেই মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে অবশেষে রবিবার দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। রবিবারই আদালতে তোলা হবে জানে আলমকে (Civic Volunteer Murder main Accused) এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
মগরাহাট এলাকায় গতকাল এক সিভিক ভলান্টিয়ার সহ (Civic Volunteer Murder) খুন হয়েছেন ২ জন। হাড়হিম এই ঘটনায় গুলি করে, গলা কেটে খুনের অভিযোগ রয়েছে জানে আলমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শেরপুর এলাকায়। জানা গিয়েছে ব্যবসায়িক কারণেই এই খুন। জোড়া খুনের ঘটনার পর রবিবার সকাল থেকেই জানে আলমের গ্রেফতারির দাবি তোলে গ্রামবাসীরা। দু-দুটি খুনের পর এদিন সকালে থমথমে ছিল গোটা মগরাহাট (Magrahat Murder)! গ্রামে মোতায়েন করা হয়েছিল বাড়তি পুলিশ।
advertisement
জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে ইমারতি সামগ্রী কেনার জন্য স্থানীয় ব্যবসায়ী জানে আলম মোল্লাকে (Jane Alam Molla) টাকা দিয়েছিলেন মলয় মাখাল (২৭)। জানে আলমের কাছে মলয়ের পাওনা ছিল ৮০ হাজার টাকা। অভিযোগ, এরপর দীর্ঘদিন কেটে গেলেও ইমারতি দ্রব্য মেলেনি। টাকা চাইলেও ফেরত দেয়নি জানে আলম মোল্লা। এদিন টাকা ফেরত দেবেন বলে মলয়কে ডেকে পাঠান জানে আলম। মলয়ের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তীও। বরুণ ও মলয় আসতেই তাঁদের নিজের কারখানায় ঢোকান জানে আলম মোল্লা। সেখানে তাঁদের খুন করা হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
advertisement
কারখানার সামনে বরুণ-মলয়ের বাইক দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা জানে আলমকে জিজ্ঞাসা করলে সে জানায়, কারখানার ভিতরে বসে বরুণ আর মলয় মদ্যপান করছে। কিন্তু জানে আলমের কথা বিশ্বাস হয়নি স্থানীয়দের। কারখানার দরজা ঠেলতেই তারা দেখে, রক্তে ভেসে যাচ্ছে মাটি। প্রথমে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে দু’জনকে খুন করা হয় বলে অভিযোগ। এরপরই জানে আলমের গ্রেফতারির দাবি তুলে সোচ্চার হয় এলাকাবাসী। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।এই ঘটনার পর থেকে এলাকা ছাড়া হয়ে যায় অভিযুক্ত জানে আলম মোল্লা।
advertisement
রবিবার মোবাইল টাওয়ার দেখে লোকেশন ট্র্যাক করে অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি। এসডিপিওর নেতৃত্বে ডায়মন্ড হারবার মহকুমা পুলিশের ৬টি গাড়ি তাকে ধাওয়া করে। এলাকা ছেড়ে পালানোর সময় রবিবার সকালে কলকাতার চারু মার্কেট থানার কাছে পুলিশ জানে আলম মোল্লাকে আটকে দেয়। এরপর ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 10, 2022 3:43 PM IST