#কলকাতা: বলি অভিনেত্রী রাখি সাওয়ান্তকে (Madan Mitra Rakhi Sawant) পাশে নিয়েই গান গাইলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। গাইলেন, ‘ও লাভলি, MM ইস আ কালারফুল বয়’। বাংলার ময়দানে সদাসর্বদা নতুন চমক নিয়ে হাজির হতে কোনও কসুর করেন না মদন মিত্র। তাই তাঁর অনুরাগীদের সংখ্যাও নেহাত কম নয়। বিভিন্ন সময়ে অনুরাগীদের জন্য নানাবিধ 'সারপ্রাইজ' নিয়ে হাজির হন মদন মিত্র। এবার তাঁর সঙ্গে দেখা মিলল রাখি সাওয়ান্তের (Madan Mitra Rakhi Sawant)। একই মঞ্চে। আর মুহূর্তে ভাইরাল হয়ে গেল সেই ভিডিও।
আরও পড়ুন:কুমড়ো শুধু নয়, এবার ঢ্যাঁড়স-মুলো! বনগাঁয় 'লাভলি' গানে কাদের বিঁধলেন মদন মিত্র?
কখনও সাদা ধুতি পাঞ্জাবি, কখনও আবার ওয়েস্টার্ন ড্রেস, আবার কখনও বা গান গেয়ে বঙ্গবাসীর মন জিতে নিয়েছেন কামারহাটির বিধায়ক (Madan Mitra Rakhi Sawant)। এবার কার্তিক পুজোর খুঁটি পুজোতে কালকাতায় নিয়ে এলেন বলি অভিনেত্রী রাখি সাওয়ান্তকে (Rakhi Sawant)। বলি অভিনেত্রী রাখি সাওয়ান্তকে সঙ্গে নিয়েই কার্তিক পুজোর দ্বীপ প্রজ্জ্বলন করলেন ভবানীপুর ইউথ ফোরামের সভাপতি মদন মিত্র (Madan Mitra Rakhi Sawant)। ভবানীপুরের এই কার্তিক পুজোর খুঁটি পুজোতেই কলকাতায় উপস্থিত হয়েছিলেন রাখি সাওয়ান্ত। শুধু বাংলায় পা রাখাই নয়, সেইসঙ্গে কলকাতাবাসীর উদ্দেশ্যে রাখি বললেন, ‘হ্যালো কলকাতা হাউ আর ইউ? তুমি কেমন আছে? ভালো!’
এদিনের মঞ্চে পুরোদস্তুর বাঙালি লুকে পাওয়া গেল রাখি সাওয়ান্তকে। লাল বেনারসি শাড়ি, সালঙ্কারা রাখিকে দেখলে চেনাই যায় না। যেন বাঙালি বিয়ের কনে। কালো রোদ চশমা, বাহারি জহর কোট আর হালকা রঙের পাঞ্জাবিতে রাখিকে রীতিমতো সাজে টক্কর দিচ্ছিলেন বিধায়ক মদন মিত্র(Madan Mitra Rakhi Sawant)।
আরও পড়ুন:পিছন থেকে ছুরির জবাব', BJP-র কাটা ঘায়ে নুনের ছিটে বাবুল সুপ্রিয়র! করলেন ভবিষ্যদ্বাণীও
মঞ্চে দাঁড়িয়ে রাখিকে চেনালেন ভবানীপুরের ভৌগোলিক ও ঐতিহাসিক স্থান মাহাত্ব। শুধু তাই নয় রাখিকে দেখে বললেন, ওহ লাভলি। ধরলেন গানও। আর সবমিলিয়ে জয় করলেন উপস্থিতি জনতার মন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhabanipur, Madan Mitra, Rakhi Sawant