Babul Supriyo: 'পিছন থেকে ছুরির জবাব', BJP-র কাটা ঘায়ে নুনের ছিটে বাবুল সুপ্রিয়র! করলেন ভবিষ্যদ্বাণীও
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Babul Supriyo: বাবুল সুপ্রিয় চার বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশের পরই নতুন দল তৃণমূলের জয়ে যেমন উচ্ছ্বসিত, তেমনই বিঁধেছেন বিজেপি-কেও। একইসঙ্গে ২০২৪-এর লোকসভা ভোটেও বিজেপি-র ভরাডুবি হতে চলেছে বলে আভাস দিয়েছেন।
#কলকাতা: সাংসদ পদে ইস্তফা দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই, তারপর থেকেই যেন পুরনো দল BJP-র বিরুদ্ধে আক্রমণ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় বিদ্ধ করছেন বিজেপি ও তাঁদের নেতাদের। সম্প্রতি BJP-কে কাঁকড়ার দল বলতেও পিছপা হননি তিনি। আর তৃণমূলে যে তিনি মানুষের জন্যই কাজ করতে এসেছেন, তাও স্পষ্ট করে দিয়েছেন বারবার। সেই বাবুল সুপ্রিয়ই চার বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশের পরই নতুন দল তৃণমূলের জয়ে যেমন উচ্ছ্বসিত, তেমনই বিঁধেছেন বিজেপি-কেও। একইসঙ্গে ২০২৪-এর লোকসভা ভোটেও বিজেপি-র ভরাডুবি হতে চলেছে বলে আভাস দিয়েছেন।
Congratulate Honble #Didi @MamataOfficial & @AITCofficial for a clean sweep in the WB #ByeElections • @BJP got what it deserves•Wil see how many seats this Anti-Janata Party of uncouth incompetent leaders, who backstab & ill-treat their grassroot level loyalists, wins in 2024
— Babul Supriyo (@SuPriyoBabul) November 2, 2021
advertisement
advertisement
মঙ্গলবার প্রকাশিত হয়েছে শান্তিপুর, দিনহাটা, গোসাবা এবং খড়দহ উপনির্বাচনের ফল। আর তাতে শান্তিপুর বাদে বাকি তিন কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হয়েছে গেরুয়া শিবিরের। রাজস্থান, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি এবং হিমাচল প্রদেশেও উপনির্বাচনে জোর ধাক্কা খেয়েছে নরেন্দ্র মোদি–অমিত শাহের দল। এরপরই তৃণমূল নেতারা একযোগে আক্রমণ শানিয়েছেন। তাতে সমানতালে যোগ দিয়েছেন বাবুলও। ট্যুইটারে বাবুল লিখেছেন, ''বাংলার উপনির্বাচনে দারুণ জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন। আর তাঁদের যা প্রাপ্য, সেটাই পেয়েছে বিজেপি। দেখব দলের অনুগত কর্মীদের সঙ্গে অভদ্র ব্যবহার, পিছন থেকে ছুরি মারা জনতা বিরোধী দলের অযোগ্য নেতারা ২০২৪ সালের লোকসভা ভোটে কত আসন জিততে পারে।''
advertisement
What good can @BJP4India do to the people of India when it betrays, humiliates & backstabs it’s own loyal workers who hv wholeheartedly shed their sweat & blood for their party? Check HOW MANY senior leaders, once pillars of @BJP4India , are now strong dissidents !! @abhishekaitc https://t.co/nFB1iqgmwK
— Babul Supriyo (@SuPriyoBabul) November 2, 2021
advertisement
বস্তুত দলে থাকাকালীনও রাজ্য বিজেপি নেতৃত্বের একাংংশের সঙ্গে অহিনকূল সম্পর্ক ছিল বাবুলের। বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডা চলত তাঁর। সেই বাবুল মঙ্গলবার ট্যুইটারে আরও লিখেছেন, ''‘যে BJP নিজের নিবেদিত প্রাণ কর্মীদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে, হেনস্থা করেছে, পিছন থেকে ছুরি মেরে চলেছে, তারা ভারতের নাগরিকদের জন্য আর কতটা ভালো করতে পারে! দলের জন্য ঘাম ও রক্ত দিয়েছে দলের কর্মীরাই। সকলে দেখে নিন BJP-র কতজন প্রবীণ নেতা এখন দলেরই তীব্র বিরোধী।''
advertisement
প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রীপদ হারিয়ে বাবুল সুপ্রিয় ঘোষণা করেছিলেন, আর রাজনীতির জগতে থাকবেন না তিনি। সংযোজন করেছিলেন, তাঁর নির্দিষ্টভাবে একটাই দল, একটা বিশ্বাসেই তাই তিনি বিশ্বাসী থাকতে চান। কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুলের (Babul Supriyo) সেই ঘোষণা অবশ্য বেশিদিন স্থায়ী হয়নি। BJP ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সরাসরি তিনি যোগ দিয়েছিলেন তৃণমূলে। আর তারপর থেকেই বিজেপি-র অন্য়তম সমালোচকের নাম তাঁদের দলের সদ্য প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2021 5:06 PM IST