কালো পাঞ্জাবি-কমলা ধুতি... নাতির পছন্দ করা 'বিশেষ' জুতো পরেই বিধানসভায় চিররঙিন মদন

Last Updated:

Madan Mitra: পরনে কালো সিল্কের পাঞ্জাবি আর সরু জরি পার কমলা ধুতি যেন আরও ঝলমলে করে তুলেছিল রঙিন মন-মেজাজের সদা হাস্যময় বিধায়ক মদন মিত্রকে। তবে ধুতি ও পাঞ্জাবি ছাড়িয়ে সকলের নজর আরও বেশি করে যা কাড়ছিল তা হল প্রবীণ বিধায়কের পায়ের জুতো জোড়া।

তৃণমূল বিধায়ক মদন মিত্র
তৃণমূল বিধায়ক মদন মিত্র
#কলকাতা: শুরু হতে না হতেই শাসক-বিরোধী তরজা আর হই-হট্টগোলে আজ মুলতুবি হয়ে যায় বিধানসভার অধিবেশন। নজিরবিহীনভাবে শাসক-বিরোধী দুই পক্ষই অধিবেশন কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে এস বিক্ষোভ দেখাতে শুরু করে বৃহস্পতিবার। প্রথমে মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় বিজেপি ওয়াকআউট করে। এতো সবকিছুর মধ্যেই শাসকদলের এক বিধায়ককে দেখা গেল একদম অন্য মেজাজে। তিনি হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
এমনিতে রংচঙে মেজাজের প্রবীণ হয়েও 'এভারগ্রীন' বিধায়ক মদন মিত্র এদিন যেন ছিলেন একটু বেশিই রংচঙে। পরনের পোশাক থেকে পায়ের জুতো সবেতেই ছিল এক পুজো পুজো আমেজ। আর তার সেই সাজ নজর কাড়তে কোনও কসুর করেনি সংবাদমাধ্যমের।
advertisement
advertisement
পরনে কালো সিল্কের পাঞ্জাবি আর সরু জরি পার কমলা ধুতি যেন আরও ঝলমলে করে তুলেছিল রঙিন মন-মেজাজের সদা হাস্যময় বিধায়ক মদন মিত্রকে। তবে ধুতি ও পাঞ্জাবি ছাড়িয়ে সকলের নজর আরও বেশি করে যা কাড়ছিল তা হল প্রবীণ বিধায়কের পায়ের ছেলেমানুষি স্টাইলের জুতো জোড়া। সাধারণত শিশুদের পায়ে যে ধরণের জুতো দেখা যায় তেমনই নানা কার্টুন চরিত্রের ছবি চিত্রায়িত একটি মজাদার জুতো পায়ে পরেছিলেন মদন মিত্র। আর তাতেই সবার চোখ ছিল কামারহাটির বিধায়কের পায়ে।
advertisement
সাংবাদিকদের প্রশ্নে মদন মিত্র জানান সাউদার্ন এভিনিউ-এর একটি শপিং মলে নাতির সঙ্গে গিয়েছিলেন বিধায়ক। আর সেখানেই নাতি নিজে পছন্দ করে দাদুকে কিনিয়েছে এই ছেলেমানুষি জুতো। আর পুজোর মুখে নতুন সেই জুতো পায়ে গলিয়েই সোজা বিধানসভায় হাজির হন মদন মিত্র।
advertisement
মুহূর্তে যেন বিধায়সভার দমবন্ধ করা 'উত্তপ্ত বাকবিতণ্ডায়' কিছুটা হলেও ছেদ পড়ে। পুজোর মুখে বিধানসভার শ্বেতশুভ্র অলিন্দে কিছুক্ষণের জন্য যেন বয়ে যায় একঝলক টাটকা বাতাস।
উল্লেখ্য, এরপরই অবশ্য নিজস্ব মেজাজে ফিরে আসে বিধানসভার অলিন্দ। এদিন বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর ‘ডোন্ট টাচ’ মন্তব্যকে বিদ্রুপ করে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, ‘তাহলে কি উনি আত্মবিশ্বাসী নয় উনি পুরুষ না মহিলা? একজন বিধানসভার বিরোধী দলনেতা বলছেন ডোন্ট টাচ মাই বডি তাহলে কি ওনার শরীর স্পর্শ করা যাবে না? উনি কী বলতে চাইছেন?’ পরবর্তীতে ওয়াক আউট প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জানান, ‘আমরা যখন বিরোধী দল করেছি কখনও ভাবিনি ডোন্ট-টাচ-মাই বডি। আমাদের তুলেছে-ছুড়েছে। স্বপন চক্রবর্তীকে গুলি করে প্রায় পনেরো মিটার দূরে ছুড়ে ফেলা হয়েছিল। আমি রাজনীতি করব আর বলব আমায় ছুঁয়ো না ছুঁয়ো না ছিঃ…!’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কালো পাঞ্জাবি-কমলা ধুতি... নাতির পছন্দ করা 'বিশেষ' জুতো পরেই বিধানসভায় চিররঙিন মদন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement