বড় খবর! নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর হাতে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
SSC Recruitment Scam: নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই-এর হাতে গ্রেফতার হলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আজ তাঁর শারীরিক পরীক্ষা করা হবে তাঁর।
#কলকাতা : নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই-এর হাতে গ্রেফতার হলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আজ তাঁর শারীরিক পরীক্ষা করা হবে তাঁর। আগামিকাল আদালতে তোলা হবে তাঁকে। গতকাল নোটিশ দেওয়ার পরে আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয় তাঁকে।
যদিও সিবিআই সূত্রে দাবি তিনি সেইসব জরুরি নথি প্রকাশ করতে পারেননি। বয়ানেও ছিল বেশ কিছু অসঙ্গতি। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। আগামিকাল তাঁকে আদালতে পেশ করা হবে। ছ'ঘণ্টা জেরার পরে এদিন গ্রেফতার করা হয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে।
view commentsLocation :
First Published :
September 15, 2022 6:19 PM IST