Luizinho Faleiro joins TMC| তৃণমূলে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, একা নয়, এলেন সদলবলে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Luizinho Faleiro joins TMC| শুধু লুইজিনহো ফালেইরাই নন, আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ গোয়ানিজ ব্যক্তিত্ব তৃণমূলে যোগ দিলেন আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যোগদান অনুষ্ঠানে। তাঁরা কারা?
#কলকাতা: ২৭ সেপ্টেম্বর কংগ্রেস ত্যাগ করেছেন। ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন যাত্রা শুরু করলেন প্রবীণ প্রাক্তন কংগ্রেস নেতা তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro joins TMC)। তবে চমক এখানেই শেষ নয় বরং শুরু। দিন দুয়েক আগে নিউজ এইট্টিন কে দেওয়া ডেরেক ও ব্রায়নের সাক্ষাৎকারের যে ইঙ্গিত ছিল তা হুবহু ফলতে শুরু করেছে। শুধু লুইজিনহো ফালেইরাই নন, আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ গোয়ানিজ ব্যক্তিত্ব তৃণমূলে যোগ দিলেন আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যোগদান অনুষ্ঠানে। তাঁরা কারা?
তালিকার প্রথম নাম রয়েছেন লাভো মামলেদার। লাভো গোয়ার পরিচিত মুখ প্রাক্তন এই আইপিএস অফিসার আগে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সক্রিয় সদস্য ছিলেন।
তৃণমূলে যোগ দিলেন শিবদাস সোনু নায়েক। গোটা গোয়া তাঁকে চেনে এন শিবদাস নামে। এক কথায় বললে শিবদাস গোয়ার কালচারাল আইকন। সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া এই লেখকেরে মান্যতা গোয়ায় তৃণমূলকে বড় জায়গা দিতে পারে।
advertisement
advertisement
তালিকা রয়েছে রাজেন্দ্র শিবজি কাকোদকারের নাম। গোয়ায় পরিবেশ নিয়ে লাগাতার আন্দোলন করে চলেছেন যে সমস্ত মানুষ তাঁদের মধ্যে রাজেন্দ্র অন্যতম।
তৃণমূলে এলেন দক্ষিণ গোয়ার অ্য্যাডভোকেট অ্যাসোশিয়েশানের প্রেসিডেন্ট অ্যান্তনিও মন্তেইরো কলভিস ডি কোসতা। দিন কয়েক আগেই গোয়ায় অক্সিজেনের অব্যবস্থা নিয়ে সরব হয়েছিলেন অ্যান্তনিও।
advertisement
তৃণমূলে যোগ দিলেন রবীন্দ্রনাথ ফালেরিও। গোয়ার প্রান্তিক মানুষের মধ্যে ফ্যালেরিওর জনপ্রিয়তা ভালোই। যুব কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন তিনি।
মারিও পিন্টো দে সান্টানা-২৫ বছর মারিও গ্রামপ্রধান ছিলেন। ইন্ডিয়ান রেসক্রস ও স্পোর্টস অথারিটি গোয়ায় গুরুদায়িত্ব সামলেছেন তিনি।
বিজয় বাসুদেব পোই- গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন বিজয় বাসুদেব। গোয়ার রাজনৈতিক মহলে অতিচর্চিত নাম তিনি।
advertisement
যতীশ নায়িক-গোয়া প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
ইনপুট-কমলিকা সেনগুপ্ত, আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2021 4:39 PM IST