Arpita Mukherjee || অর্পিতার আবাসনে ২০টি ট্রাঙ্ক-যুক্ত লরি, টাকা পৌঁছবে স্টেট ব্যাঙ্কের সদর দফতরে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Arpita Mukherjee || অর্পিতার আবাসনে ইতিমধ্যে এসে পৌঁচেছে ২০টি ট্রাঙ্ক-যুক্ত লরি, টাকা পৌঁছবে স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্কের সদর দফতরে৷
#কলকাতা: টালিগঞ্জের পর বেলঘরিয়া! রাত সাড়ে দশটা পর্যন্ত টাকা গোনার মেশিনে যতটা টাকা ধরা পড়েছে, এখনও পর্যন্ত তার অঙ্ক ২০ কোটি টাকা, এমনই জানাচ্ছেন ইডি আধিকারিকরা। রাত সাড়ে এগারোটায় পাওয়া খবর অনুযায়ী টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার ৪১ কোটি ৯০ লক্ষ টাকা৷ উদ্ধার করা হয়েছে ৩ কেজি সোনার বারও। পাওয়া গিয়েছে রুপো, বৈদেশিক মুদ্রা৷ যে পরিমাণ সোনার গয়না এখনও পর্যন্ত মিলেছে, তার অঙ্ক প্রায় ২ কোটি৷ ৪টে জাম্বো মেশিন, ৫টি ছোট মেশিনে টাকা গোনার প্রক্রিয়া চলছে৷ সূত্রের খবর, টাকা গোনা চলবে রাতভর৷ অর্পিতার আবাসনে ইতিমধ্যে এসে পৌঁচেছে ২০টি ট্রাঙ্ক-যুক্ত লরি, টাকা পৌঁছবে স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্কের সদর দফতরে৷
advertisement
জানা গিয়েছে, এই আবাসনে মোট দুটি আলাদা ফ্ল্যাট রয়েছে অর্পিতার। বেলঘরিয়ার এই ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের। সাত দিন আগেও তিনি এসেছিলেন। একটি ব্লক ৫-এ, একটি ব্লক-২-এ। ব্লক ৫-এর (৮-এ) ফ্ল্যাটে আপাতত তল্লাশি চালাচ্ছে ইডি। এই ফ্ল্যাটের আয়তন প্রায় ১৫০০ বর্গফুট। অন্য ফ্ল্যাটটি আয়তনে ছোট, ১৩৮০ বর্গফুট। এখানে গড়ে ফ্ল্যাটের দাম প্রায় ৮০ লক্ষ টাকা। সেই ফ্ল্যাটেও আজই তল্লাশির সম্ভাবনা রয়েছে৷ আবাসিকরা জানিয়েছএন, ব্লক ৫-এ ফ্ল্যাটে নিয়মিত আসতেন অর্পিতা। আর অন্য ব্লকের ফ্ল্যাটটিকে গেস্ট হাউজ করার পরিকল্পনা ছিল তাঁর।
advertisement
শুক্রবার রাত থেকেই কলকাতা শহরে একটাই নাম ঘুরে ফিরে আসছে অর্পিতা মুখোপাধ্যায়। কলকাতাকে 'টাকার পাহাড়' দেখিয়েছেন পেশায় মডেল-অভিনেত্রী অর্পিতা। শুক্রবার সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসনের বিছানা ও আলমারি থেকে উদ্ধার হয় ২১ কোটি টাকা। ২০ টি আইফোনও উদ্ধার করে ইডি, পাওয়া যায় বিপুল সোনা ও বৈদেশিক মুদ্রাও।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 27, 2022 11:21 PM IST






