প্রকাশিত হল মাধ্যমিকের ফল, জেনে নিন ওয়েবসাইট আর এসএমএস-এর মাধ্যমে
Last Updated:
#কলকাতা: ঠিক সকাল ৯টায় ফলপ্রকাশ হল ২০১৮-র মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৷ সল্টলেকের মধ্যশিক্ষা পর্ষদের অফিস থেকে পর্ষদের সভাপতি কল্যানময় গঙ্গোপাধ্যায় ফল ঘোষণা করলেন ৷ আজই স্কুল থেকে পরীক্ষার্থীরা নিজেদের মার্কশিট তুলে নিতে পারবেন ৷ স্কুল থেকে শংসাপত্রও পাওয়া যাবে আজই ৷ সকাল ১০টা থেকেই ওয়েবসাইটগুলিতে জানা যাচ্ছে ফল ৷ এক নজরে দেখে নিন সেই ওয়েবসাইট গুলি ---
advertisement
www.wbbse.org
http://wbresults.nic.in
www.exametc.co
www.indiaresults.com
http://timesofindia.com
www.school.gradeup.co
www.schools9.com
www.vidyavision.com
www.jagranjosh.com
www.results.shiksha
www.westbengalonline.in
www.exametc.com সাইটে রোল নম্বর ও মোবাইল নম্বর আগে থেকে রেজিস্টার করা থাকলে, ফল চলে আসবে এসএমএসে।
মোবাইল ফোন থেকে এসএমএস করেও জানা যাবে মাধ্যমিকের ফল।
advertisement
এছাড়াও মাধ্যমিকের ফল জানা যাবে অ্যাপের মাধ্যমেও। সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে নামাতে হবে Madhyamik Results 2018 অ্যাপটি। এসএমএস-এর ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে WB10(space) রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৬০৭০ নম্বরে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
June 06, 2018 10:17 AM IST