#কলকাতা: ঠিক সকাল ৯টায় ফলপ্রকাশ হল ২০১৮-র মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৷ সল্টলেকের মধ্যশিক্ষা পর্ষদের অফিস থেকে পর্ষদের সভাপতি কল্যানময় গঙ্গোপাধ্যায় ফল ঘোষণা করলেন ৷ আজই স্কুল থেকে পরীক্ষার্থীরা নিজেদের মার্কশিট তুলে নিতে পারবেন ৷ স্কুল থেকে শংসাপত্রও পাওয়া যাবে আজই ৷ সকাল ১০টা থেকেই ওয়েবসাইটগুলিতে জানা যাচ্ছে ফল ৷ এক নজরে দেখে নিন সেই ওয়েবসাইট গুলি ---
আরও পড়ুন: মাধ্যমিকে ফের জেলার জয়, কমলো পাশের হার
আরও পড়ুন:মাধ্যমিকে সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর
www.wbbse.orghttp://wbresults.nic.inwww.exametc.cowww.indiaresults.comhttp://timesofindia.comwww.school.gradeup.cowww.schools9.comwww.vidyavision.comwww.jagranjosh.comwww.results.shikshawww.westbengalonline.inwww.exametc.com সাইটে রোল নম্বর ও মোবাইল নম্বর আগে থেকে রেজিস্টার করা থাকলে, ফল চলে আসবে এসএমএসে।মোবাইল ফোন থেকে এসএমএস করেও জানা যাবে মাধ্যমিকের ফল।এছাড়াও মাধ্যমিকের ফল জানা যাবে অ্যাপের মাধ্যমেও। সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে নামাতে হবে Madhyamik Results 2018 অ্যাপটি। এসএমএস-এর ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে WB10(space) রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৬০৭০ নম্বরে।
আরও পড়ুন: ২০১৯-এ এগোচ্ছে মাধ্যমিক পরীক্ষা, শুরু ১২ফেব্রুয়ারি
আরও পড়ুন: মাধ্যমিকে প্রথম সঞ্জীবনী, মেধাতালিকা জুড়ে রইল মেয়েরাই
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: #MadhyamikResults2018, Examination, Madhyamik 2018, Madhyamik Result 2018, Results, Wbbse, Website, West Bengal board of Secondary Education