মাধ্যমিকে সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Last Updated:

মাধ্যমিকে সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

#কলকাতা: অপেক্ষার অবসান ৷ প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট ৷ এবছর পাশের হার ৮৫.৪৯ শতাংশ ৷ ১২ মার্চ শুরু হয়েছিল মাধ্যমিক। পরীক্ষা শেষ হওয়ার ৭৬ দিনের মাথায় বেরলো ফলাফল। চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৮৪ হাজার ১৭৮ জন। ছাত্রীদের সংখ্যা ছিল ১১.৯১ শতাংশ বেশি। প্রথম হয়েছেন কোচবিহারের সঞ্জীবনী প্রধান ৷ সঞ্জীবনী কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৬৮৯ ।
মাধ্যমিকে সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ ট্যুইট করে এদিন মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ৷ ’’
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুরে মাধ্যমিকে সাফল্যের হার সর্বাধিক। সাফল্যের হারে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। কলকাতার স্থান তৃতীয়। কলকাতায় সাফল্যের হার ৯১.১১ শতাংশ। এবছর কোনও পরীক্ষার্থীর ফলই অসম্পূর্ণ নেই। সাফল্যের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা সামান্য পিছিয়ে রয়েছে।
advertisement
সকাল ১০টা থেকেই মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র বিতরণ করা হবে। আজই ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। সকাল ১০টা থেকে ফল জানা যাবে নিচের ওয়েবসাইটগুলিতে।
www.wbbse.org
http://wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com
http://timesofindia.com
www.school.gradeup.co
www.schools9.com
www.vidyavision.com
www.jagranjosh.com
www.results.shiksha
www.westbengalonline.in
www.exametc.com সাইটে রোল নম্বর ও মোবাইল নম্বর আগে থেকে রেজিস্টার করা থাকলে, ফল চলে আসবে এসএমএসে । মোবাইল ফোন থেকে এসএমএস করেও জানা যাবে মাধ্যমিকের ফল। এছাড়াও মাধ্যমিকের ফল জানা যাবে Madhyamik Results 2018 অ্যাপের মাধ্যমেও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাধ্যমিকে সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement