Locket Chatterjee || 'গায়ে আলতা ঢেলে নাটক করছে পুলিশ', বিস্ফোরক অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের
- Published by:Rachana Majumder
Last Updated:
Locket Chatterjee || ইতিমধ্যেই বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট পাঠানো হয়েছে। পাশাপাশি টেলিফোনে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়রা।
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি : নবান্ন অভিযানে অশান্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠাতে চলেছে বঙ্গ বিজেপি। অশান্তির সময়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হবে সেই রিপোর্টে, বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে। গতকাল বিজেপির নবান্ন অভিযান ঘিরে অশান্ত হয়ে ওঠে কলকাতা। বিজেপির কর্মী, সমর্থকদের হাতে মার খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন কলকাতা পুলিশের অ্যাসিসট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। যদিও বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দাবি, গায়ে আলতা ঢেলে নাটক করছে পুলিশ।
ইতিমধ্যেই বঙ্গ বিজেপির তরফে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট পাঠানো হয়েছে। পাশাপাশি টেলিফোনে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়রা। আজ বাংলায় অশান্তি নিয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শাণান বিজেপির মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ। তিনি মমতার উদ্দেশ্যে বলেন, "আপনি সিপিএমের হাতে মার খেয়েছেন। আজও আপনি শহিদ দিবস পালন করেন। অথচ আপনার জমানায় সিপিএমের থেকে বেশি অত্যাচার হচ্ছে।" প্রশাসনের নির্দেশে পুলিশ মহিলা নেতা কর্মীদের মারধর করেছে বলেও অভিযোগ করেন রবিশঙ্কর প্রসাদ।
advertisement
advertisement
আরও পড়ুন: 'মহিলারা মা দুর্গা হলে গায়ে হাত দিলে আপত্তি কেন?' শুভেন্দুর 'ডোন্ট টাচ' মন্তব্যে খোঁচা অভিষেকের
এরপরেই ইন্দিরা গান্ধির কথা স্মরণ করিয়ে দিয়ে রবিশঙ্কর প্রসাদ বলেন, "আপনার আগের দলের প্রাক্তন সভানেত্রী ইন্দিরা গান্ধির জরুরি অবস্থার পর কী অবস্থা হয়েছিল, তা তো আপনি জানেন। জয়প্রকাশ নারায়ণের আন্দোলনকে বাধা দিয়ে ইন্দিরা গান্ধীর যে পরিণতি হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও একই পরিণতি হবে।" তাঁর বক্তব্য, তৃণমূল শব্দের অর্থ মাটির সঙ্গে যুক্ত। অথচ বাংলার বর্তমান শাসকদলের সঙ্গে মাটির কোনও যোগ নেই। সেই কারণে দলের নাম পাল্টে ফেলার দাবি করেন রবিশঙ্কর প্রসাদ।
advertisement
দুর্নীতির প্রশ্নেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তিনি। রাজ্যের নেতা, মন্ত্রীদের ঘনিষ্ঠদের বাড়ি থেকে টাকা উদ্ধারের প্রসঙ্গ তুলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আপনার দলের শীর্ষ নেতার পরিচিতের ফ্ল্যাট থেকে ৬০-৭০ কোটি টাকা পাওয়া যাচ্ছে, তাঁকে গ্রেফতার করা হয়েছে। কোনও জবাব পাওয়া যায়নি। দৈনিক ইডির তদন্ত চলছে, আদালত জামিন দিচ্ছে না, কারণ প্রচুর প্রমাণ রয়েছে।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2022 8:52 PM IST