#কলকাতা: প্রচণ্ড ঝড়বৃষ্টিতে ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যহত পূর্ব রেলে ৷ ঝড়ের ফলে একাধিক গাছের ডাল পড়ে তার ছিঁড়ে যায় ওভারহেডের ৷ ফলে রানিগঞ্জের কাছে বিকেল ৪টে ২০মিনিট থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল ৷বর্ধমান-খানা-রামপুরহাট, বর্ধমান-ব্যান্ডেল, বর্ধমান-ডানকুনি লাইনে ৫টা থেকে বন্ধ ট্রেন ৷ অম্বিকা কালনা লাইনে সাড়ে ৫টা থেকে বন্ধ হয় ট্রেন চলাচল ৷ ফলে লাইনে একের পর এক দাঁড়িয়ে পড়ে ট্রেন ৷ স্টেশনে স্টেশনে আটকে যান আফিস ফেরতা বহু যাত্রী ৷ ৬টা নাগাদ লাইন থেকে গাছ সরাতে সক্ষম হন রেলকর্মীরা ৷ বারুইপাডা় রেলওয়ে ক্রসিং গেটটিও ভেঙে যায় ঝড়ে ৷ আধঘণ্টার চেষ্টায় কোনও মতে তা মেরামতি করা হয় ৷ ত্রিবেণী স্টেশনের কাছে গাছ ভেঙে পড়ায় ব্যান্ডেল-কাটওয়া লাইনেও ব্যহত হয় ট্রেন চলাচল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Disrupted, Kalbaishakhi, Train