Katjunagar Lake Dredging: কলকাতার এই বড় ঝিল সংস্কারের কাজ শুরু হল অবশেষে! কাউন্সিলরের উদ্যোগে ভোলবদল এলাকার

Last Updated:

স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস উদ্যোগ নিয়ে সংস্কার শুরু করিয়েছেন। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার নিজুক্ত হয়েছেন। হাতানিয়া দোয়ানিয়া নদী থেকে ড্রেজিংয়ের মেশিন নিয়ে আসা হয়েছে। প্রায় ৫০-৬০ টন কাদা উঠেছে ঝিল থেকে। ঝিলের চারপাশ শাল খুঁটি দিয়ে ঘেরা হয়েছে।

কাউন্সিলরের উদ্যোগে  ভোলবদল এলাকার
কাউন্সিলরের উদ্যোগে ভোলবদল এলাকার
কলকাতা: সাউথ সিটি মলের পিছনে কাটজুনগর ঝিল প্রায় সাড়ে ৮ বিঘা। গত কয়েক বছর ধরে পাঁক আর কাদা জমতে জমতে ঝিল বুজে যেতে বসেছিল। সেখানেই এবার কাউন্সিলরের উদ্যোগে নতুন করে ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে। ঝিলটি পরিষ্কার করার জন্য প্রায় ৪০ বছর ধরে দাবি জানাচ্ছিলেন এলাকাবাসী। অবশেষে সুরাহা হল।
পুজোর সময় আশেপাশের সমস্ত এলাকার প্রতিমা বিসর্জনও হত এই ঝিলে। কাদা জমে যাওয়ায় প্রতিমা বিসর্জনও বন্ধ হতে বসেছিল। শুধু তাই নয়,বছর কয়েক আগেও যে ঝিলে সাঁতার কাটত শিশুরা। জল পচে দুর্গন্ধ বেরোতে শুরু করায় স্নানের জন্যও এই ঝিলের জল ব্যবহার করা বন্ধ করে দিয়েছিলেন এলাকাবাসী। ঝিল সংলগ্ন বাড়িগুলিতেও জলের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সবাই। পরিবেশের স্বার্থেই নড়েচড়ে বসে প্রশাসন।
advertisement
স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস উদ্যোগ নিয়ে সংস্কার শুরু করিয়েছেন। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার নিজুক্ত হয়েছেন। হাতানিয়া দোয়ানিয়া নদী থেকে ড্রেজিংয়ের মেশিন নিয়ে আসা হয়েছে। প্রায় ৫০-৬০ টন কাদা উঠেছে ঝিল থেকে। ঝিলের চারপাশ শাল খুঁটি দিয়ে ঘেরা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ঝিল সৌন্দর্য্যায়ন ও জল পরিশোধনের কাজ শুরু হয়েছে।
advertisement
advertisement
এই ঝিলের ড্রেজিং গভীর অবধি চলবে। পরিবেশ বাঁচাতে কলকাতায় নতুন করে ঝিল খনন এবং সংরক্ষণের কাজ চলতে থাকবে। কাউন্সিলর মৌসুমী জানিয়েছেন, প্রথম পর্যায়ে ৫০ লক্ষ টাকা খরচ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে। চার পাশে লোহার ফেন্সিং এবং হাঁটার রাস্তা হবে। পাশাপাশি জল পরিশোধন করে সাঁতার ট্রেনিং সেন্টার চালু করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Katjunagar Lake Dredging: কলকাতার এই বড় ঝিল সংস্কারের কাজ শুরু হল অবশেষে! কাউন্সিলরের উদ্যোগে ভোলবদল এলাকার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement