Load Shedding: লাগাতার লোডশেডিং বন্ধ হবে কবে...? CESC-কে তীব্র ভর্ৎসনা বিদ্যুৎ মন্ত্রীর! দিলেন কড়া হুঁশিয়ারি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Load Shedding: একে তুমুল দাবদাহ তার উপর নাগাড়ে পাওয়ার কাট। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং। সব মিলিয়ে অবস্থা চরমে পৌঁছেছে শহরবাসীর। এই নিয়েই এবার সিইসিরসঙ্গে বৈঠকে ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
কলকাতা: কলকাতা, হাওড়া, দমদম ও শ্রীরামপুরে লাগাতার লোডশেডিংয়ের জন্য এবার সিইএসসিকে তীব্র ভর্ৎসনা বিদ্যুৎ মন্ত্রীর। আজ সিইএসসি-র সঙ্গে বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। লোডশেডিং কমাতে প্রয়োজনে টেকনিক্যাল টিম ও ম্যানপাওয়ার বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার লোডশেডিং চলেছে শহর কলকাতা থেকে শহরতলিতে। এই বিষয় নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। একে তুমুল দাবদাহ তার উপর নাগাড়ে পাওয়ার কাট। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং। সব মিলিয়ে অবস্থা চরমে পৌঁছেছে শহরবাসীর।
advertisement
advertisement
এই নিয়েই এবার সিইসিরসঙ্গে বৈঠকে ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিনের বৈঠকে উপস্থিত সিইএসসি আধিকারিকদের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, “আর যেন কোনও অভিযোগ আমার কাছে না আসে”।
advertisement
প্রসঙ্গত, আজ এই নিয়ে তৃতীয়বার সিইএসসির সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন দফতরের সচিব শান্তনু বসু। বিগত কয়েকদিন ধরেই কলকাতা, হাওড়া, দমদম, শ্রীরামপুর, ব্যারাকপুর-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক লোডশেডিং চলছে।

গ্রাহকদের অভিযোগ সিইএসসিকে বারবার জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না৷ একাধিকবার ফোন করলেও কোনও রেসপন্স নেই৷ এই অবস্থায় বিদ্যুৎ সংস্থার শীর্ষ আধিকারিকদের ডেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস৷ তিনি এদিন সিইএসসিকে জানিয়েছেন, তাদের এই আচরণের জন্য রাজ্যের ভাবমূর্তি খারাপ হচ্ছে। পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতিতে সমস্যা সমাধানের নির্দেশও দেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 4:56 PM IST