একুশের ভোটের আগে শেষ ২১ জুলাই, প্রথমবার অনলাইনে বক্তব্য মমতার, ভার্চুয়াল অনুষ্ঠানেই হবে শহিদ দিবস পালন

Last Updated:

ভোটের আগে শেষ একুশে জুলাই উদযাপনে ভার্চুয়ালেই ভরসা রাখছে তৃণমূল । নিয়ম মেনে লাখো মানুষের সমাবেশ না করা গেলেও নিয়ম রক্ষায় ত্রুটি রাখছে না তৃণমূল ।

#কলকাতা: একুশের ভোটের আগে শেষ একুশে জুলাই উদযাপনে ভার্চুয়ালেই ভরসা রাখছে তৃণমূল । নিয়ম মেনে লাখো মানুষের সমাবেশ না করা গেলেও নিয়ম রক্ষায় ত্রুটি রাখছে না তৃণমূল । একুশে জুলাই নিয়ে আয়োজিত ভার্চুয়াল বৈঠকে শুক্রবার ঠিক হয়েছে । একুশে জুলাই পালিত হবে প্রতি বুথে । সামাজিক দূরত্ব মেনে দেওয়া হবে শহিদ বেদীতে মালা ।বুথ ভিত্তিক সভায় সাধ্যমতো উপস্থিত থাকবেন বিধায়ক সংসদরা । দলনেত্রীর ভাষণ শোনাতে জায়ান্ট স্ক্রিন ব্যবহার করা হবে বেশ কিছু জায়গায় ।।
একুশে জুলাইকে সামনে রেখে জন সংযোগে জোর দলে ।আগামী ৬ জুলাই থেকে ১৩ জুলাই  প্রতি বুথে বাড়ি বাড়ি যাবেন দলীয় কর্মীরা । হাতে থাকবে প্ল্যাকার্ড । গ্যাস , তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ স্লোগান লেখা হবে ওই প্ল্যাকার্ডে । এছাড়া রেল বেসরকারিকরণ ও কয়লার ১০০ শতাংশ FDI নিয়েও প্রতিবাদের সুর চড়াতে চলেছে তৃণমূল ৷ এই নিয়ে একগুচ্ছ কর্মসূচী নিয়েছে দল৷
advertisement
৭ জুলাই রেলের বেসরকারিকরণ নিয়ে ৭ জুলাই বিভিন্ন রেলওয়ে স্টেশনে চলবে বিক্ষোভ ৷ ৮ জুলাই চলবে তেলের দাম বৃদ্ধি নিয়ে রয়েছে প্রতিবাদ কর্মসূচি ৷ কয়লা সেক্টর ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের জন্য খুলে দেওয়ার প্রতিবাদে ৯ জুলাই প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের ৷ কো-অপারেটিভ ব্যাঙ্কেও হস্তক্ষেপ করছে সরকার, এর প্রতিবাদেও ১০ জুলাই কিছু কর্মসূচি রয়েছে দলের ৷
advertisement
advertisement
একুশে জুলাইয়ের দিন রাজ্যের প্রতি বুথে দুপুর একটা থেকে দুটো পর্যন্ত শহিদ দিবস পালিত হবে ।দুপুর দুটো থেকে বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা কি রাজনৈতিক বার্তা দেন সে দিকেই তাকিয়ে তৃণমূল শিবির ।মোদির বিরুদ্ধে বিশেষত এ রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়তে দলকে ইতিমধ্যেই সর্বাত্মক প্রস্তুতির ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ।
advertisement
শুক্রবারের বৈঠকেও বিজেপির " হিংসাত্মক রাজনীতি " র বিরুদ্ধে দলকে সতর্ক করেন মমতা ।বলেন " পঞ্চায়েত থেকে রাজ্য সর্বত্র গোটা দলকে বিজেপির বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে " । রাজনৈতিক মহলের মতে এই বিজেপির বিরুদ্ধেই এবার একুশের ভার্চুয়াল ভাষণ থেকে সর্বাত্মক লড়াইয়ের ডাক দেবেন মমতা  ৷
advertisement
Sourav Guha
বাংলা খবর/ খবর/কলকাতা/
একুশের ভোটের আগে শেষ ২১ জুলাই, প্রথমবার অনলাইনে বক্তব্য মমতার, ভার্চুয়াল অনুষ্ঠানেই হবে শহিদ দিবস পালন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement