কসবার স্কুলে ছাত্র-মৃত্যুর তদন্তভার হোমিসাইডকে... আদালতের নির্দেশে কাজ হবে, জানাল কমিশনার

Last Updated:

দশম শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর পর তার বাবা কসবা থানায় খুনের অভিযোগ করেন। স্কুলের অধ্যক্ষ সহ দুই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ জানান তিনি।

কলকাতা: কসবার  ইংরেজি মাধ্যম স্কুলে দশম শ্রেণির ছাত্রের রহস্য-মৃত্যুর  তদন্তে কলকাতার নগরপালকে নজরদারির নির্দেশ  দিয়েছে  আদালত।  সেই নির্দেশের তিন দিনের মধ্যেই ওই ঘটনার তদন্তভার থানার হাত থেকে তুলে দেওয়া হল লালবাজারের হোমিসাইড শাখার হাতে। আদালতের নির্দেশ মতোই কাজ হবে বলে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার। আগামী ৬ অক্টোবর মেডিক্যাল বোর্ড আদালতে রিপোর্ট দেবে।
দশম শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর পর তার বাবা কসবা থানায় খুনের অভিযোগ করেন। স্কুলের অধ্যক্ষ সহ দুই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। সেই অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে কসবা থানা। তদন্তে নেমে প্রায় ৪০জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। এই তদন্তে খুশি না হয়ে ওই পড়ুয়ার বাবা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট নির্দেশ দেয় পুলিশ কমিশনারের নজরদারিতে তদন্ত হবে। এরপরই কসবা থানা থেকে সেই মামলা তুলে দেওয়া হয় লালবাজারের হোমিসাইড শাখার হাতে।
advertisement
advertisement
ইতিমধ্যে হোমিসাইড শাখার কর্তারা এই মামলার সমস্ত নথিপত্র সংগ্রহ করেছে। ছাত্রমৃত্যুর পর ময়নাতদন্তের জন্য তিন সদস্যের বোর্ড গঠন করে ময়নাতদন্ত করা হয়। করা হয়েছে ভিডিওগ্রাফিও। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন প্রোজেক্ট নিয়ে শিক্ষিকার সঙ্গে ওই পড়ুয়ার মধ্যে সমস্যার সূত্রপাত। এমন কী তার দুই সহপাঠীর সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েছিল ওই পড়ুয়া। তিন জনকেই টিচার্স রুমের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। স্কুলের ক্লোজ সার্কিট ক্যামেরায় সেই ছবিও ধরা পড়েছে। এমনকি ওই ছাত্রের দুই সহপাঠী ক্লাসরুমে ফিরে গেলেও তাকে ফিরতে দেখা যায়নি। বরং কিছু সময় পর পাঁচ তলার ক্লোজ সার্কিট ক্যামেরায় ওই ছাত্রটিকে দেখা যায়। পায়চারি করতে করতে যেখানে সংস্কারের কাজ চলছে সেখানে ঢুকে যেতে। এরপর উপর থেকে সে পড়ে যায় বলেই খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কসবার স্কুলে ছাত্র-মৃত্যুর তদন্তভার হোমিসাইডকে... আদালতের নির্দেশে কাজ হবে, জানাল কমিশনার
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement