কংগ্রেসে যোগ দিলেন লক্ষণ শেঠ

Last Updated:

একসময়ের প্রভাবশালী সিপিআইএম নেতা লক্ষণ শেঠ যোগ দিয়েছিলেন বিজেপি-তে৷ লক্ষণ শেঠকে দলে নেওয়া হবে কিনা, তা নিয়ে কংগ্রেসের মধ্যে মতান্তর ছিল৷ কংগ্রেসের একটি অংশ লক্ষণ শেঠকে দলে চাননি৷

#কলকাতা: কংগ্রেসে যোগ দিলেন তমলুকের এক সময়ের দর্দণ্ডপ্রতাপ নেতা ও প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ৷ বেশ কিছু দিন ধরেই রাজ্য রাজনীতিতে জল্পনা চলছিল লক্ষণ শেঠের কংগ্রেসে যোগদান নিয়ে৷ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে লক্ষণ শেঠের হাতে কংগ্রেসের পতাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ লোকসভা নির্বাচনে তমলুক থেকে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি৷
একসময়ের প্রভাবশালী সিপিআইএম নেতা লক্ষণ শেঠ যোগ দিয়েছিলেন বিজেপি-তে৷ লক্ষণ শেঠকে দলে নেওয়া হবে কিনা, তা নিয়ে কংগ্রেসের মধ্যে মতান্তর ছিল৷ কংগ্রেসের একটি অংশ লক্ষণ শেঠকে দলে চাননি৷ সূত্রের খবর, আবদুল মান্নান কখনওই লক্ষণ শেঠের যোগদানের বিষয়ে মত দেননি।
তাই লক্ষণ শেঠের কংগ্রেসে যোগদানের বিষয়ে খানিক ধোঁয়াশা তৈরি হয়েছিল। বিষয়টি কংগ্রেস হাইকম্যান্ডকেও জানায় প্রদেশ কংগ্রেস৷ পরে সেখান থেকে সবুজ সঙ্কেত মেলার পরই সব জল্পনার অবসান ঘটেছে। এ বার তমলুক লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হচ্ছেন লক্ষণ শেঠ।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
কংগ্রেসে যোগ দিলেন লক্ষণ শেঠ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement