কংগ্রেসে যোগ দিলেন লক্ষণ শেঠ

Last Updated:

একসময়ের প্রভাবশালী সিপিআইএম নেতা লক্ষণ শেঠ যোগ দিয়েছিলেন বিজেপি-তে৷ লক্ষণ শেঠকে দলে নেওয়া হবে কিনা, তা নিয়ে কংগ্রেসের মধ্যে মতান্তর ছিল৷ কংগ্রেসের একটি অংশ লক্ষণ শেঠকে দলে চাননি৷

#কলকাতা: কংগ্রেসে যোগ দিলেন তমলুকের এক সময়ের দর্দণ্ডপ্রতাপ নেতা ও প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ৷ বেশ কিছু দিন ধরেই রাজ্য রাজনীতিতে জল্পনা চলছিল লক্ষণ শেঠের কংগ্রেসে যোগদান নিয়ে৷ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে লক্ষণ শেঠের হাতে কংগ্রেসের পতাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ লোকসভা নির্বাচনে তমলুক থেকে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি৷
একসময়ের প্রভাবশালী সিপিআইএম নেতা লক্ষণ শেঠ যোগ দিয়েছিলেন বিজেপি-তে৷ লক্ষণ শেঠকে দলে নেওয়া হবে কিনা, তা নিয়ে কংগ্রেসের মধ্যে মতান্তর ছিল৷ কংগ্রেসের একটি অংশ লক্ষণ শেঠকে দলে চাননি৷ সূত্রের খবর, আবদুল মান্নান কখনওই লক্ষণ শেঠের যোগদানের বিষয়ে মত দেননি।
তাই লক্ষণ শেঠের কংগ্রেসে যোগদানের বিষয়ে খানিক ধোঁয়াশা তৈরি হয়েছিল। বিষয়টি কংগ্রেস হাইকম্যান্ডকেও জানায় প্রদেশ কংগ্রেস৷ পরে সেখান থেকে সবুজ সঙ্কেত মেলার পরই সব জল্পনার অবসান ঘটেছে। এ বার তমলুক লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হচ্ছেন লক্ষণ শেঠ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কংগ্রেসে যোগ দিলেন লক্ষণ শেঠ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement