Ladakh Accident: লাদাখে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৭ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
লাদাখের তুরতুক সেক্টরের নুবরায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জওয়ানের, গুরুতর আহত ১৯ জন
#কলকাতা: লাদাখের তুরতুক সেক্টরের নুবরায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জওয়ানের, গুরুতর আহত ১৯ জন। শুক্রবারের এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটে জানান, '' শুক্রবার বিকেলে লাদাখে মর্মান্তিক পথদুর্ঘটনায় আমাদের ৭ সেনা-জওয়ানের মৃত্যুতে আমি শোকস্তব্ধ। এদিনের দুর্ঘটনায় একাধিক জওয়ান গুরুতর আহত। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।''
Deeply distressed by the traumatic road accident death of our 7 brave soldiers in Ladakh today afternoon. Some more seriously injured in the case. Sincere condolences for the bereaved, solidarity for all.
— Mamata Banerjee (@MamataOfficial) May 27, 2022
advertisement
শুক্রবার নিয়ন্ত্রণ হারিয়ে লাদাখের (Ladakh) তুরতুক সেক্টরের শিয়ক নদীতে (Shyok river) পড়ে যায় সেনাবাহিনীর একটি বাস। JK 10 6245 নম্বর ওই বাসে ছিলেন ২৬ জন জওয়ান। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জওয়ান, গুরুতর আহত ১৯ জন। সেনা সূত্রে জানা গিয়েছে, আহত ১৯ জন জওয়ানকে এয়ারলিফট করে ওয়েস্টার্ন কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement

জানা যায়, নুবরা থেকে তুরতুক যাচ্ছিল বাসটি, চালাচ্ছিলেন আহমেদ শাহ নামে চাঙ্গমারের এক জওয়ান। পাড়াথাং-এর কাছে লারগিয়াবে আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৮০-৯০ ফিট নীচে বয়ে যাওয়া শিয়ক নদীর খাড়াই উপত্যকায় গিয়ে পড়ে। দ্রুত উদ্ধারকাজ শুরু করেন লেহ পুলিশ, সহযোগিতা করে সেনা ও স্থানীয়রা। নুবরা পুলিশ থানায় ভারতীয় দণ্ডবিধির 10/2022 U/S 279, 337, 304A ধারায় এফআইআর দায়ের হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2022 6:35 PM IST