Ladakh Accident: লাদাখে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৭ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

লাদাখের তুরতুক সেক্টরের নুবরায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জওয়ানের, গুরুতর আহত ১৯ জন

#কলকাতা: লাদাখের তুরতুক সেক্টরের নুবরায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জওয়ানের, গুরুতর আহত ১৯ জন। শুক্রবারের এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটে জানান, '' শুক্রবার বিকেলে লাদাখে মর্মান্তিক পথদুর্ঘটনায় আমাদের ৭ সেনা-জওয়ানের মৃত্যুতে আমি শোকস্তব্ধ। এদিনের দুর্ঘটনায় একাধিক  জওয়ান গুরুতর আহত। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।''
advertisement
শুক্রবার নিয়ন্ত্রণ হারিয়ে লাদাখের (Ladakh) তুরতুক সেক্টরের শিয়ক নদীতে (Shyok river) পড়ে যায় সেনাবাহিনীর একটি বাস। JK 10 6245 নম্বর ওই বাসে ছিলেন ২৬ জন জওয়ান। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জওয়ান, গুরুতর আহত ১৯ জন। সেনা সূত্রে জানা গিয়েছে, আহত ১৯ জন জওয়ানকে এয়ারলিফট করে ওয়েস্টার্ন কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
জানা যায়, নুবরা থেকে তুরতুক যাচ্ছিল বাসটি, চালাচ্ছিলেন আহমেদ শাহ নামে চাঙ্গমারের এক জওয়ান। পাড়াথাং-এর কাছে লারগিয়াবে আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৮০-৯০ ফিট নীচে বয়ে যাওয়া শিয়ক নদীর খাড়াই উপত্যকায় গিয়ে পড়ে। দ্রুত উদ্ধারকাজ শুরু করেন লেহ পুলিশ, সহযোগিতা করে সেনা ও স্থানীয়রা। নুবরা পুলিশ থানায় ভারতীয় দণ্ডবিধির 10/2022 U/S 279, 337, 304A ধারায় এফআইআর দায়ের হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ladakh Accident: লাদাখে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৭ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement