Kunal Ghosh: ‘পার্থ চট্টোপাধ্যায়ের জন্যই এটা হয়েছে, এর জন্য দলকে কেন বিড়ম্বনায় পড়তে হবে?’ এসএসসি মামলার রায় ঘোষণার পরে বিস্ফোরক কুণাল

Last Updated:

কুণাল ঘোষ এদিন বলেন, ‘‘চাকরিপ্রার্থীরা গরমে রাস্তায় বসে কেন শাস্তি পাবে? পার্থ চট্টোপাধ্যায় কেন জেলের সেলে থাকবেন? জেলের মাঠে এই রোদ্দুরে দাঁড় করিয়ে রাখা উচিত। জেলের মাঠে তাঁকে বসিয়ে রাখা উচিত।’’

পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ
পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ
কলকাতা: এসএসসি মামলার রায় ঘোষণার পরে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের ৷ তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের কীর্তি এইসব। তাঁর সময়েই হয়েছে। আমি বলেছিলাম। আমাকে হুমকি দিয়েছিল। ব্রাত্যকে সরিয়ে পার্থ চট্টোপাধ্যায় নিয়ে নিল। আবার তাকে সরানোয় ক্ষিপ্তদের মতো আচরণ করা হয়েছিল। আদালত অবশ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লাইনে চলেছে। তবে চাকরিপ্রার্থীরা গরমে রাস্তায় বসে কেন শাস্তি পাবে? পার্থ চট্টোপাধ্যায় কেন জেলের সেলে থাকবেন? জেলের মাঠে এই রোদ্দুরে দাঁড় করিয়ে রাখা উচিত। জেলের মাঠে তাঁকে বসিয়ে রাখা উচিত। আমি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি। পার্থ চট্টোপাধ্যায়ের জন্যই এটা হয়েছে। এর জন্য দলকে কেন বিড়ম্বনায় পড়তে হবে?’’
কুণাল ঘোষ এদিন আরও বলেন, ‘‘আদালত রায় দিয়েছে। তার নানা দিক আছে। অনভিপ্রেত রায়। আইনজীবী-সহ এসএসসি সবটা খতিয়ে দেখছে। কিছু লোক ভুল করেছিল। ক্ষমার অযোগ্য অপরাধ করে নেচে বেড়াচ্ছিল। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক। যারা যোগ্য, তাদের চাকরি হোক। কিন্তু গোটাটাকে এক বন্ধনীতে রাখার চেষ্টা করেছে কেউ কেউ। কেউ কেউ পাপ করেছে বলে আজ সকলের ভোগান্তি হল। যোগ্যদের চাকরি হোক। আমরা আশা করেছিলাম, যোগ্যদের চাকরি হবে। দেখা গেল, সকলের ক্ষেত্রে জটিল পরিস্থিতি হল। ত্রিপুরাতে বাম আমলে এমন একটি ঘটনা ঘটে। ১০ হাজারের বেশি শিক্ষকের প্যানেল বাতিল হয়। ভোটের সময় বলে অনেকে এটা নিয়ে কুৎসা করবে। যারা যোগ্য তাদের কী হবে? আইনি খুঁটিনাটি দেখতে হবে। বিরোধীরা নানা সময় বাধা দিচ্ছে। সরকার সব সাবধানতা রেখে কাজ করবে। যারা অন্যায় করেছে তাদের এক বিচার। আর যারা যোগ্য তাদের অনিশ্চয়তায় ফেলে দেওয়া এটা দুর্ভাগ্যজনক। যে বা যারা অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তারাই ছড়ি ঘুরিয়েছে সেই সময়। কিছু বলতে গেলেই অপ্রিয় হয়ে যেতে হয়। পার্থ চট্টোপাধ্যায়-সহ গুটিকয়েকের জন্য এই অবস্থা এল। চরম ঔদ্ধত্য দেখিয়েছে। এখন সরকার সেই ব্যবস্থা নিয়েছে। বাম জমানাতেও দলদাসদের চাকরি হয়েছে। তবে পার্থ চট্টোপাধ্যায় যা করে গিয়েছেন, তা কোনও ভাবে হতে পারে না।’’
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh: ‘পার্থ চট্টোপাধ্যায়ের জন্যই এটা হয়েছে, এর জন্য দলকে কেন বিড়ম্বনায় পড়তে হবে?’ এসএসসি মামলার রায় ঘোষণার পরে বিস্ফোরক কুণাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement