Kunal Ghosh Resigns: তৃণমূল ছেড়ে এবার অন্য দলে কুণাল ঘোষ? শোরগোল পড়তেই সব স্পষ্ট করে দিলেন তৃণমূল নেতা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Kunal Ghosh Resigns: এ দিন দলের একাংশের নেতাদের বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেওয়ার পরই দলের শীর্ষ নেতৃত্বকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন কুণাল ঘোষ।
কলকাতা: শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের পদ ছেড়েছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেল থেকে নিজের রাজনৈতিক পরিচয় মুছে দিয়েছেন তিনি। তাঁর বায়োতে শুধু লেখা রয়েছে তিনি সাংবাদিক ও সমাজকর্মী। তাই রাজনীতির ময়দানে জোর জল্পনা ছড়িয়েছে, তবে কি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিচ্ছেন কুণাল ঘোষ?
ফের বিকেলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, ‘আমি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছি না। সিস্টেমে আমি মিসফিট। আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না। আমি দলের সৈনিক হিসেবেই থাকব। দয়া করে দলবদলের রটনা বরদাস্ত করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি, তৃণমূল কংগ্রেস আমার দল।’
advertisement
আমি @AITCofficial এর রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছি না। সিস্টেমে আমি মিসফিট। আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না। আমি দলের সৈনিক হিসেবেই থাকব। দয়া করে দলবদলের রটনা বরদাস্ত করবেন না। @MamataOfficial আমার নেত্রী, @abhishekaitc আমার সেনাপতি, @AITCofficial আমার…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 1, 2024
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক পাশ করেছেন? কলকাতা পুলিশে চাকরির দারুণ সুযোগ রয়েছে, আজই আবেদন করুন
তৃণমূলে থাকলেও দলের সমস্ত সাংগঠিনক পদ থেকে সরে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ৷ এ দিন দলের একাংশের নেতাদের বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেওয়ার পরই দলের শীর্ষ নেতৃত্বকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন কুণাল৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের বার্তা জানানোর পাশাপাশি সরকারি নিরাপত্তাও ছেড়ে দিয়েছেন তৃণমূল নেতা৷
advertisement
কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন কুণাল? সূত্রের খবর, গতকাল উত্তর কলকাতায় ব্রিগেড সমাবেশের প্রস্তুতি বৈঠকে ডাকা হয়নি কুণাল ঘোষকে। আজ পূর্ব মেদিনীপুরের বৈঠকেও ডাক পাননি তিনি। ক্ষোভের কারণেই তিনি পদ ছাড়লেন বলে সূত্রের খবর৷ এ দিন এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, ‘নেতা অযোগ্য, গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক! তৃণমূল দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2024 6:22 PM IST