Madhuri Dixit: বলিউডের বিখ্যাত এই গায়ক মাধুরীকে বিয়ে করতে রাজি হননি, কারণ শুনলে ভিরমি খাবেন!

Last Updated:
Madhuri Dixit: যাঁর প্রেমে একটা সময় পাগল ছিল আসমুদ্র হিমাচল, সেই মাধুরী দীক্ষিতকে বিয়ে করতে রাজি হননি বলিউডের এক নামজাদা গায়ক, জানেন এই কাহিনি?
1/10
বলিউডের 'ধক ধক গার্ল'। যাঁর প্রেমে একটা সময় পাগল ছিল আসমুদ্র হিমাচল, সেই মাধুরী দীক্ষিতকে বিয়ে করতে রাজি হননি বলিউডের এক নামজাদা গায়ক, জানেন এই কাহিনি?
বলিউডের 'ধক ধক গার্ল'। যাঁর প্রেমে একটা সময় পাগল ছিল আসমুদ্র হিমাচল, সেই মাধুরী দীক্ষিতকে বিয়ে করতে রাজি হননি বলিউডের এক নামজাদা গায়ক, জানেন এই কাহিনি?
advertisement
2/10
মাধুরীকে বিয়ে করতে রাজি হননি যে পুরুষ, তিনি আর কেউ নন গায়ক সুরেশ ওয়াডকর। মেয়ে অভিনয়কে কেরিয়ার হিসাবে বেছে নেবে, তেমনটা এক্কেবারে চাননি মাধুরীর বাবা-মা। সেই কারণেই মাধুরীর জন্য পাত্র খোঁজা শুরু করে দিয়েছিলেন তাঁরা।
মাধুরীকে বিয়ে করতে রাজি হননি যে পুরুষ, তিনি আর কেউ নন গায়ক সুরেশ ওয়াডকর। মেয়ে অভিনয়কে কেরিয়ার হিসাবে বেছে নেবে, তেমনটা এক্কেবারে চাননি মাধুরীর বাবা-মা। সেই কারণেই মাধুরীর জন্য পাত্র খোঁজা শুরু করে দিয়েছিলেন তাঁরা।
advertisement
3/10
সুরেশ ওয়াডকরের কাছে মাধুরীকে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছিল। বয়সে সুরেশের চেয়ে ১২ বছরের ছোট মাধুরী। কিন্তু সুরেশ সেই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কারণ জানেন কী?
সুরেশ ওয়াডকরের কাছে মাধুরীকে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছিল। বয়সে সুরেশের চেয়ে ১২ বছরের ছোট মাধুরী। কিন্তু সুরেশ সেই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কারণ জানেন কী?
advertisement
4/10
‘মেয়েটা বড় রোগা’, এমন বলেই নাকি মাধুরীর বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছিলেন সুরেশ ওয়াডকর। এর জেরে নায়িকার বাবা-মায়ের চিন্তা আরও বেড়ে গিয়েছিল।
‘মেয়েটা বড় রোগা’, এমন বলেই নাকি মাধুরীর বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছিলেন সুরেশ ওয়াডকর। এর জেরে নায়িকার বাবা-মায়ের চিন্তা আরও বেড়ে গিয়েছিল।
advertisement
5/10
মেয়ের ফিল্মি কেরিয়ার তাঁর সংসারের পথে কাঁটা হবে এমনটাই ধারণা ছিল তাঁদের।
মেয়ের ফিল্মি কেরিয়ার তাঁর সংসারের পথে কাঁটা হবে এমনটাই ধারণা ছিল তাঁদের।
advertisement
6/10
এরপর বলিউডের পয়লা নম্বরের হিরোইন হয়ে উঠেন মাধুরী। সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর সম্পর্কের চর্চাও কম হয়নি, তবে সবকিছু পিছনে ফেলে কেরিয়ারের শীর্ষে থাকবার সময় আচমকাই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেন নায়িকা।
এরপর বলিউডের পয়লা নম্বরের হিরোইন হয়ে উঠেন মাধুরী। সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর সম্পর্কের চর্চাও কম হয়নি, তবে সবকিছু পিছনে ফেলে কেরিয়ারের শীর্ষে থাকবার সময় আচমকাই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেন নায়িকা।
advertisement
7/10
অভিনয় কেরিয়ারে সাময়িক ইতি টেনে স্বামীর হাত ধরে আরব সাগর পার থেকে পারি দেন আটলান্টিকের ওপারে, মার্কিন যুক্তরাষ্ট্রে।
অভিনয় কেরিয়ারে সাময়িক ইতি টেনে স্বামীর হাত ধরে আরব সাগর পার থেকে পারি দেন আটলান্টিকের ওপারে, মার্কিন যুক্তরাষ্ট্রে।
advertisement
8/10
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে খুব বেশি কথা বলেন না মাধুরী। তবে কীভাবে এই এনআরআই ভারতীয় ডাক্তারের প্রেমে পড়েছিলেন তিনি?
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে খুব বেশি কথা বলেন না মাধুরী। তবে কীভাবে এই এনআরআই ভারতীয় ডাক্তারের প্রেমে পড়েছিলেন তিনি?
advertisement
9/10
শ্রীরাম নেনের সঙ্গে প্রথম সাক্ষাৎ প্রসঙ্গে সিমি গারেওয়ালের চ্যাট শো ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল'-এ মাধুরী জানিয়েছিলেন ‘ওটা ছিল এমন একজনের সঙ্গে দেখা করা যে আমাকে জানত না। তাই আগে থেকে কোনও দেখনদারি ছিল না। ও দেখাতেই বলেছিল- চলো বাইকে করে পাহাড়ে যাই, আমি যে গত ২০ বছর অন্তত বাইক চড়িনি.. সে বলল ঠিক আছে চলো আমি রেডি।
শ্রীরাম নেনের সঙ্গে প্রথম সাক্ষাৎ প্রসঙ্গে সিমি গারেওয়ালের চ্যাট শো ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল'-এ মাধুরী জানিয়েছিলেন ‘ওটা ছিল এমন একজনের সঙ্গে দেখা করা যে আমাকে জানত না। তাই আগে থেকে কোনও দেখনদারি ছিল না। ও দেখাতেই বলেছিল- চলো বাইকে করে পাহাড়ে যাই, আমি যে গত ২০ বছর অন্তত বাইক চড়িনি.. সে বলল ঠিক আছে চলো আমি রেডি।
advertisement
10/10
এরপর আর দেরি করেননি তাঁরা। বিয়ে সেরে এখন দুই সন্তানের সঙ্গে সুখের সংসার তাঁদের।
এরপর আর দেরি করেননি তাঁরা। বিয়ে সেরে এখন দুই সন্তানের সঙ্গে সুখের সংসার তাঁদের।
advertisement
advertisement
advertisement