Kunal Ghosh: ২ জানুয়ারি, বেলা ১২টা! বড় কিছু ঘটবে, শুভেন্দুর পাল্টা ভবিষ্য়দ্বাণী কুণালের
- Published by:Debamoy Ghosh
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
#কলকাতা: শুভেন্দু অধিকারীর পাল্টা এবার তারিখ নিয়ে পূর্বাভাস দিয়ে নতুন জল্পনা তৈরি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এ দিন প্রথমে ট্য়ুইট করে এবং পরে সাংবাদিক বৈঠকেও তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল দাবি করেন, আগামী ২ জানুয়ারি বড় কিছু ঘটতে চলেছে। ওই দিনটি গুরুত্বপূর্ণ বলেও দাবি করেন কুণাল।
গত কয়েক মাস ধরেই ডিসেম্বর মাসে রাজ্য় রাজনীতিতে বড় কিছু ঘটতে পারে বলে শোরগোল ফেলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনও নিজের সেই দাবিতেই অনড় রয়েছেন তিনি। বিভিন্ন সময়ে ঘুরিয়ে ফিরিয়ে ডিসেম্বর নিয়ে জল্পনা বাড়িয়েছেন বিরোধী দল নেতা। এমন কি, গত বৃহস্পতিবার তিনি দাবি করেন, ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
advertisement
আরও পড়ুন: 'তাড়াতে হবে না, চোদ্দ তলা থেকে নিজেই পালাবে!' ডিসেম্বর চর্চার মধ্য়েই নতুন দাবি শুভেন্দুর
advertisement
শুভেন্দুর অধিকারীর এই দাবিকে কখনওই আমল দেয়নি তৃণমূল। এ দিন সকালে কুণাল ঘোষ ট্য়ুইটারে লেখেন, 'কয়েকদিন ধরেই একজন ট্রেনি জ্য়োতিষি বেশ কিছু তারিখের কথা বলছেন। এবার আমি তারিখ এবং সময় বলে দিচ্ছি। অবশ্য় এই দিন, সময় আমি একজন নামকরা নামী থেকে পেয়েছি। তিনি আমাকে বললেন ডিসেম্বরে বিয়ের দিন ছাড়া তেমন বিশেষ উল্লেখযোগ্য় কোনও তারিখ নেই। কিন্তু ২ জানুয়ারি দিনটি গুরুত্বপূর্ণ, ২.০১.২০২৩ দুপুর ১২টা।'
advertisement
After watching some dates given by a trainee astrologer, now I am giving a date & time. And this I got from an eminent astrologer. He told that there is no date in December, which can be identified as significant, except marriage dates. But 2nd Jan is Imp. 02.01.2023. 12 noon.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 10, 2022
advertisement
কুণালের এই ট্য়ুইটের মধ্য়ে বিদ্রুপের ছোঁয়া থাকলেও বিষয়টিকে একেবারে হাল্কা ভাবে নিতে নারাজ রাজনৈতিক মহল। বিশেষত তিনি ২ জানুয়ারি দিনটি উল্লেখ করে দেওয়ায়।
কুণালের এই ভবিষ্য়দ্বাণীর পর স্বভাবতই জল্পনা ছড়ায়, নতুন বছরের শুরুতেই বিজেপি-তে তৃণমূল বড় কোনও ভাঙন ধরাবে কি না। কারণ কয়েকদিন আগেই কাঁথিতে সভা করতে গিয়ে অভিষেক তৃণমূলে যোগ দিতে আগ্রহী তৃণমূল নেতাদের জন্য় 'দরজা খোলার' হুঁশিয়ারি দিয়েছিলেন।
advertisement
নিজের করা ট্য়ুইট নিয়ে ধোয়াঁশা বজায় রেখে এ দিন সাংবাদিক বৈঠকে কুণাল পরে বলেন, 'আমি দেখলাম ট্রেনি জ্যোতিষী একটা তারিখ দিয়েছে। প্রথমে একজন বলল ওর বিয়ের তারিখ৷ পরে আর এক জ্যোতিষী কাছে গেলাম সে বলল দারুণ বা তাৎপর্য্যপূর্ণ দিন নয়। গায়ে হলুদ হতে পারে বড়জোর। তিনি বললেন ২ জানুয়ারি ভালো দিন। কিছু একটা হতে পারে। তারিখ নিয়ে আলোচনায় তাই বললাম। ধামাকা কিনা জানিনা, তবে ২ জানুয়ারি কেমন একটা দিন আছে।'
advertisement
কুণাল এ দিনও দাবি করেছেন, বিজেপি-র সাংসদ, বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতারা তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন। তবে যোগদানের বিষয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দেন কুণাল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2022 12:51 PM IST