Kunal Ghosh: 'দিদি বললেই আমি সক্রিয় হব!' কুণাল সাক্ষাতের পরেই তৃণমূলে ফেরার জল্পনা উসকে দিলেন শোভন
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Kunal Ghosh: তৃণমূলে ফেরার জল্পনা উসকে দিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁদের ফ্ল্যাটে আসেন কুণাল ঘোষ
কলকাতা: তৃণমূলে ফেরার জল্পনা উসকে দিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁদের ফ্ল্যাটে আসেন কুণাল ঘোষ। প্রায় ঘণ্টাতিনেক শোভন-বৈশাখীর সঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কথা হয়। কুণাল বলেন, “শোভনদার সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। মাঝে কিছুদিনের জন্য আমাদের রাজনৈতিক বাধ্যবাধকতা হয়েছে। কিন্তু সম্পর্কের মাঝে কখনও তিক্ততা আসেনি। আমার এখনে আড্ডা মারতে আসার পোগ্রামটা প্রায় দেড় দু বছর ধরে চলছে। শোভনদা সক্রিয় হলে। আমরা জুনিয়র হিসাবে খুশি হব।”
এদিন শোভন চট্টোপাধ্যায় বলেন, “আমার শিরা উপশিরায় তৃণমূলে যোগ রয়েছে। আমি তৃণমূলেই আছি। আমি ৬ বছর সক্রিয় নেই। দিদি যেদিন বলবে, সক্রিয় হতে আমি সেদিন সক্রিয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার অভিভাবক।” বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “এর আগে পার্থদা এসেছিলেন। কিন্তু কুণালদা যেভাবে আন্তরিকতা ভাবে বলেছেন দলে ফেরার কথা, সেই আন্তরিকতা অন্য কারোর মধ্যে দেখিনি।”
advertisement
advertisement
২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ শোভনের সঙ্গেই বিজেপি-তে গিয়েছিলেন বৈশাখীও। তবে নতুন দলে একেবারেই মানিয়ে নিতে পারেননি শোভন৷ নানা ইস্যুতে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয় শোভন এবং বৈশাখীর৷
advertisement
জল্পনা থাকলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শোভন বা বৈশাখী কাউকেই টিকিট দেয়নি গেরুয়া শিবির৷ এর পরেই বিধানসভা নির্বাচনের আগেই একসঙ্গে বিজেপি ছাড়েন শোভন এবং বৈশাখী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2024 11:46 PM IST