Kunal Ghosh: বাংলা ভাষায় প্রথমে কোন শব্দ শিখতে হবে! রাজ্যপালকে উপদেশ দিলেন কুণাল

Last Updated:

Kunal Ghosh: এবার রাজ্যপালকে উপদেশ দিলেন তৃণমূলে মুখপাত্র কুণাল ঘোষ।

কুণাল ঘোষ।
কুণাল ঘোষ।
কলকাতা: সরস্বতী পুজোতেই হাতেখড়ি হয়েছে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এখন বাংলা শিখছেন তিনি। এবার রাজ্যপালকে উপদেশ দিলেন তৃণমূলে মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, বাংলা ভাষায় প্রথমে নিরপেক্ষ শব্দ শিখতে হবে।
কুণাল বলেন, "রাজ্যপালের বাংলা শেখা ভাল। বাংলার সংস্কৃতিতে মিশে যাওয়া ভাল। বাংলা শিখতে পারলে খুবই ভাল। একে আমি সাধুবাদ জানাই। হাতেখড়ি হয়েছে আগে তাঁর। আমি শুধু অনুরোধ করব নিরপেক্ষ বানান ভাল করে শিখে নেবেন।"
তিনি আরও বলেন, "আমি আগেও বলেছি, এখনও পর্যন্ত নিরপেক্ষ। দিল্লির নির্দেশে মেয়াদ কমলে কিছু করার নেই। যেমন রাজ্যপাল বললেন, গোপন তদন্ত করছেন। এই গোপন তদন্ত কী? নিশীথ তো নিজেই নাটক করেছেন। তাঁর সঙ্গে কথা বলেছি মানে কী? পুলিশকে নিরপেক্ষ হতে বলছেন। তাহলে বিএসএফকে কেন সতর্ক করলেন না। কেন তাঁদের সমালোচনা করলেন না! বিজেপির কথার প্রতিনিধিত্ব করলে হবে না। রাজ্যপাল সুন্দর সম্পর্ক রাখলে ভাল।"
advertisement
advertisement
বিজেপিকে কটাক্ষ করে কুণাল বলেন, "সুকান্ত মজুমদার রাজনৈতিক ভাবে অপরিপক্ব। ওনার দিল্লির নেতারা এসে জয় বাংলা বলে গেলেন। ইতিহাস ভোলানোর চেষ্টা করলে হবে না। এই যে রণজি ট্রফির ম্যাচে আমরা জয় বাংলা বলছি।"
advertisement
কুণাল বলেন, "সুকান্ত মজুমদাররা তৃণমূলের ও অভিষেকের কর্মসূচি নকল করছেন। ওদের আবার আলাদা কী? কোন গৃহ সম্পর্ক অভিযান। উনি অবান্তর কথা বলছেন। আগে অভিযোগ তোলার আগে, কেন্দ্রের রিপোর্টগুলো পড়ুক। দিলীপ ঘোষের বাড়ির লোক স্বাস্থ্যসাথী করাচ্ছেন। হয়তো সুকান্ত বাবুর বাড়ির লোক এবার সুকান্ত বাবুকে ভোট দেবেন না। বিজেপি লাফানোর আগে মনে রাখুন, তাদের পরিবারে একাধিক সুরক্ষা ঢুকে গেছে।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh: বাংলা ভাষায় প্রথমে কোন শব্দ শিখতে হবে! রাজ্যপালকে উপদেশ দিলেন কুণাল
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement