কলকাতা: ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট পেলেন কুণাল ঘোষ। ফিবুলা বোন ভেঙে গিয়েছে বলে খবর। আপাতত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। আগামীকাল পায়ে প্লাস্টার করা হবে। বুধবার হবে অস্ত্রোপচার। এদিন প্রেসক্লাবে তিনি ফুটবল খেলছিলেন। খেলার ফাইনাল ম্যাচে তাঁর পায়ে আঘাত লাগে। তিনি জানিয়েছেন, খেলা এর পরেও সুস্থ হয়ে চালিয়ে যাবেন। আপাতত কয়েক দিনের বিশ্রাম। তারপরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালাবেন।
এদিনই নিশীথ প্রামাণিক ইস্যুতে বিজেপিকে নিশানা করেছিলেন তিনি। কুণাল বলেছিলেন, "কনভয় যে হামলা হয়েছে, এতে তৃণমূলের কোনও ভূমিকা নেই। স্থানীয় মানুষের ক্ষোভ ছিল। ১০০ দিনের কাজের টাকা না পাওয়া নিয়ে ক্ষোভ ছিল। রাজবংশী মেরে রাজবংশী প্রেম দেখাচ্ছে বিজেপি। শাখ দিয়ে মাছ ঢাকতে তৃণমূলের দিকে আঙুল তোলা হচ্ছে।"
তিনি আরও বলেন, "স্থানীয় মানুষ অভিযোগ করেছে বিজেপি ক্যাডার ও কেন্দ্রীয় বাহিনী মিলে সাধারণ মানুষের উপর হামলার চেষ্টা করেছে। কোচবিহারে গন্ডগোল হচ্ছে বারবার কারণ বিজেপির থেকে মানুষ সরে যাচ্ছে তাই।মানুষ শান্তি চায় কোনও দলের কোনও নেতা স্পর্শকাতর ঘটনা নিয়ে বিভেদের চেষ্টা করে তাহলে স্থানীয় মানুষ বাধা দিয়েছে।"
আরও পড়ুন, বৃহস্পতিবারই কটাক্ষ করেন কুণাল, শুক্রবার শুভাপ্রসন্নর হঠাৎ ফোন, তারপর...
আরও পড়ুন, নিশীথের কনভয়ে হামলা! কুণাল বললেন, 'স্থানীয় মানুষের ক্ষোভ'
তিনি বলেন, "সাধারণ মানুষ জানেন তৃণমূল শিক্ষায় ভাল কাজ করেছে। কিছু কিছু মানুষের জন্য দলকে খারাপ ভাবছে না।শুভেন্দু অধিকারীর রাজভবনকে মনে হয় আশ্রয় স্থল। তাতে বাস্তব ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করবে।"
আবীর ঘোষালনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kunal Ghosh, Kunal Ghosh Accident