হোম /খবর /কলকাতা /
ক’দিন আগেই গঙ্গার নীচে হয়েছে ট্রায়াল! এবার আবার কোন নতুন সুখবর শোনাল মেট্রো?

Joka Taratala Metro: ক’দিন আগেই গঙ্গার নীচে হয়েছে ট্রায়াল! এবার আবার কোন নতুন সুখবর শোনাল মেট্রো

সূত্রের খবর, ১০০ টাকা আয় করতে খরচ ৪৫০ টাকা। কলকাতা মেট্রোর উপর বেড়েই চলেছে আর্থিক বোঝা। জোকা-তারাতলা মেট্রো যাত্রী পরিষেবা চালু হওয়ায় মেট্রো কর্তৃপক্ষের খরচ বাড়ছে বলে।

  • Share this:

কলকাতা: যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে জোকা-তারাতলা রুটে চলবে দ্বিগুণ সংখ্যক মেট্রো৷ সম্প্রতি এই কথা ঘোষণা করেছেন কলকাতা রেল মেট্রো কর্তৃপক্ষ৷ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, জোকা তারাতলা পার্পল লাইনে আগামী ১ মে, সোমবার থেকে মেট্রো রেলের সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে। প্রসঙ্গত, চার মাস আগে এই রুটে প্রথম মেট্রো চলাচল শুরু হয়। তার মধ্যেই এই নয়া উদ্যোগ।

জানা গিয়েছে, ১ মে থেকে ওই রুটে রোজ ২৪টি করে মেট্রো চালু থাকবে। অর্থাৎ ১২টি আপ ও ১২টি ডাউন সার্ভিস। বর্তমানে এই রুটে ১২টি সার্ভিস দেওয়া হয়। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই সার্ভিস থাকবে।

আরও পড়ুন: প্রকল্পের শিলান্যাস হয়েছে, কাজ শুরু হতে গড়িমসি কেন! বেজায় ক্ষুব্ধ নবান্ন

মেট্রোর সিপিআরও কৌশিক মিত্র বলেন, ‘‘অফিস যাত্রী ও বিভিন্ন ইনস্টিটিউশনের পড়ুয়ারা এ নিয়ে দাবি জানিয়েছিল। সেটা এবার পূরণ হতে চলেছে। এই মেট্রো সার্ভিস বাড়ানোর জেরে এই এলাকার মানুষের সুবিধা হবে। তবে শনিবার ও রবিবার এই রুটে কোনও কমার্শিয়াল সার্ভিস থাকবে না। বর্তমানে ৬০ মিনিট অন্তর একটি করে মেট্রো থাকে এই পার্পল রুটে। তবে এবার এই রুটে ৪০ মিনিট অন্তর একটি করে মেট্রো পরিষেবা থাকবে। পার্পল লাইনে দুপুরবেলা পরিষেবার মধ্যে কোনও গ্যাপ থাকবে না।’’

সূত্রের খবর, ১০০ টাকা আয় করতে খরচ ৪৫০ টাকা। কলকাতা মেট্রোর উপর বেড়েই চলেছে আর্থিক বোঝা। জোকা-তারাতলা মেট্রো যাত্রী পরিষেবা চালু হওয়ায় মেট্রো কর্তৃপক্ষের খরচ বাড়ছে বলে। প্রতিদিন কমছে যাত্রী, কমছে টিকিট বিক্রির আয়। জানা গিয়েছে, দৈনিক ১২ মেট্রো ট্রিপের পয়সা তুলতে রীতিমতো হিমশিম খাচ্ছে রেল। অবশ্য, ভবিষ্যতে মোমিনপুর পর্যন্ত পরিষেবা শুরু হলে ক্ষতির বোঝা কমবে বলে আশাবাদী রেল। মেট্রো রেল অবশ্য জানাচ্ছে, যথাযথ সমীক্ষা করিয়েই মেট্রোর সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। ফলে ক্ষতির বহর বাড়বে না।

আরও পড়ুন: পঞ্চায়েতে বাজিমাত করতে নয়া কর্মসূচি! অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ঘিরে নতুন উদ্যোগ তৃণমূলের, কোচবিহারে শুরু

কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, "যাত্রী সংখ্যা বাড়বে বলে আমরা আশাবাদী। জোকা থেকে মোমিনপুর পর্যন্ত মেট্রো চলাচল করলেই যাত্রী বাড়বে। এছাড়া, এই অংশে যে মেট্রো চলছে, আরও কয়েকদিনে মানুষ তা জেনে যাবেন।"

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Kolkata Metro Rail