বামশরিকদের মধ্যে কর্মসূচি নিয়ে মতবিরোধ
Last Updated:
বামশরিকদের মধ্যে নতুন করে কর্মসূচি নিয়ে মতভেদ তৈরি হল ৷ বামেদের অবস্থান কর্মসূচিতে আপত্তি জানাল আরএসপি ৷ ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে বামফ্রন্টের অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়ে আপত্তি তুলেছে RSP ৷ নতুন সরকারের শপথ নেওয়ার আগে এই কর্মসূচি ভুল বার্তা দেবে বলে মত আরএসপি-এর ৷
#কলকাতা: বামশরিকদের মধ্যে নতুন করে কর্মসূচি নিয়ে মতভেদ তৈরি হল ৷ বামেদের অবস্থান কর্মসূচিতে আপত্তি জানাল আরএসপি ৷ ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে বামফ্রন্টের অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়ে আপত্তি তুলেছে RSP ৷ নতুন সরকারের শপথ নেওয়ার আগে এই কর্মসূচি ভুল বার্তা দেবে বলে মত আরএসপি-এর ৷
ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে আগামী ২৫ ও ২৬ মে ধর্মতলায় অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বামেরা ৷ সেই অবস্থান বিক্ষোভ নিয়েই আপত্তি তুলেছে ফ্রন্টের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক আরএসপি ৷
বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের ভরাডুবির কারণে ‘জোট’ প্রসঙ্গে ফ্রন্টের মধ্যেই বেড়ে উঠেছে অসন্তোষ ৷ কর্মসূচি ঘিরে আপত্তি, ফ্রন্টের অন্তর্দ্বন্দ্বকেই সামনে আনল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2016 12:03 PM IST