পকেটে ৩৫০টাকা, পুলিশের জালে শানু

Last Updated:

হাতেনাতে আসার আগে, ভাতে-পাতে বিপাকে পড়েছিলেন শহনওয়াজ খান ৷ যিনি আপাতত শানু নামেই কুখ্যাত ! পকেটে পড়ে ছিল মাত্র ৩৫০ টাকা ৷ রাজধানীতে এই টাকাতে চলবে কি করে? তাই দিল্লি থেকে দাদা খালেদকে ফোন ৷ ফোনে কান্নাকাটি ৷ দাদা খালেদ ভয় পেয়ে সব কথাই জানিয়ে দেন পুলিশকে ৷ ব্যস, জালে শানু ৷ শনিবার গভীর রাতেই পুলিশের হাতে শহনওয়াজ খান৷

#কলকাতা: হাতেনাতে আসার আগে, ভাতে-পাতে বিপাকে পড়েছিলেন শহনওয়াজ খান ৷ যিনি আপাতত শানু নামেই কুখ্যাত ! পকেটে পড়ে ছিল মাত্র ৩৫০ টাকা ৷ রাজধানীতে এই টাকাতে চলবে কি করে? তাই দিল্লি থেকে দাদা খালেদকে ফোন ৷ ফোনে কান্নাকাটি ৷ দাদা খালেদ ভয় পেয়ে সব কথাই জানিয়ে দেন পুলিশকে ৷ ব্যস, জালে শানু ৷ শনিবার গভীর রাতেই পুলিশের হাতে শহনওয়াজ খান৷
রেড রোড কাণ্ডে ইনিই ছিলেন সাম্বিয়ার সঙ্গী ৷ তবে একথা পুলিশি বয়ানে খোদ সাম্বিয়া জানালেও, শানু একেবারেই উড়িয়েছেন একথা ৷ বরং দিল্লি আদালতে দাঁড়িয়ে শানু জানালেন, ‘সাম্বিয়ার গাড়িতে ছিলাম না ৷ আমি ছিলাম অন্য গাড়িতে ৷ ’ তদন্তে এসেছে, কলকাতা থেকে একসঙ্গেই রাঁচির পথে পালিয়ে ছিলেন সাম্বিয়া ও শানু ৷ সঙ্গে ছিলেন আরেক বন্ধু জনিও ৷ রাঁচিতে গিয়েই সাম্বিয়ার সঙ্গে তুমুল বচসা শুরু হয় শানু-র ৷ রাঁচি থেকে দিল্লির এক আত্মীয়কে ফোন করেন শানু ৷ আত্মীয়ের চেষ্টাতেই দিল্লিতে গা ঢাকা দেয় শানু ৷ সেখান থেকেই পুলিশে হাতে আসেন সাম্বিয়ার বন্ধু শানু ৷ তবে শানুর পরিবারের লোকজন জানান, ‘গ্রেফতার নয়, আত্মসমর্পণ করেছে শানু ৷’ বিশেষ পুলিশ টিমের সাহায্যে শানুকে আনা হচ্ছে কলকাতায় ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পকেটে ৩৫০টাকা, পুলিশের জালে শানু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement