সংবাদমাধ্যমকে দেখেই দৌড় নেতা ও আইপিএস-এর
Last Updated:
সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই দে ছুট। আলিপুর আদালতে সংবাদমাধ্যম এড়াতে রীতিমতো দৌড়ালেন আইপিএস হৃষিকেশ মিনা ও ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। এমনই ছবি ধরা পড়ল আলিপুর আদালতে। তৃণমূল নেতা কাইজার আহমেদ ও আইপিএস হৃষিকেশ মিনা বুধবার জামিন নিতে আদালতে এসেছিলেন।
#কলকাতা: সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই দে ছুট। আলিপুর আদালতে সংবাদমাধ্যম এড়াতে রীতিমতো দৌড়ালেন আইপিএস হৃষিকেশ মিনা ও ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। এমনই ছবি ধরা পড়ল আলিপুর আদালতে। তৃণমূল নেতা কাইজার আহমেদ ও আইপিএস হৃষিকেশ মিনা বুধবার জামিন নিতে আদালতে এসেছিলেন।
ভাঙড়ে তোলা আদায়ের মামলায় জামিন নিতে আসেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। আইএএস স্ত্রী-র দায়ের করা বধূ নির্যাতনের মামলায় জামিন নিতে এসেছিলেন আইপিএস হৃষিকেশ মিনা। ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির সভাপতি কাইজার আহমেদের বিরুদ্ধে তোলা আদায়ের মামলা রুজু হয়েছে। ভাঙড়ের বাসন্তী হাইওয়ের পাশে ১০০ একর জমির ওপর একটি আবাসন প্রকল্প হচ্ছে। যেখানে ইমারতি দ্রব্য সরবরাহ করছে এপিএন এন্টারপ্রাইজ নামে সংস্থা। সেই সংস্থার মালিকদের কাছে তোলা চাওয়ার অভিযোগ ওঠে কাইজারের বিরুদ্ধে। ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। তোলা আদায়ের মামলায় বুধবার আলিপুর আদালতে আগাম জামিন নিতে এসেছিলেন কাইজার।
advertisement
আইপিএস হৃষিকেশ মিনার বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করেন স্ত্রী অর্চনা। পণের জন্য হৃষিকেশ ও তাঁর পরিবার অর্চনার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। হুগলির এডিএম থাকাকালীন ২০০৬ সালে প্রথম হৃষিকেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্ত্রী অর্চনা। দশ বছর ধরে চলছে সম্পর্কের টানাপোড়েন।
advertisement
জামিন না নিয়েই সংবাদমাধ্যমকে দেখে কার্যত দৌড়ে পালালেন দুজন। এই কাণ্ড দেখে হতবাক হয়ে যান আদালতের উপস্থিত আইনজীবীসহ সকলেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2016 7:18 PM IST