Kolkata Tram: কলকাতায় রাস্তায় আর চলবে না ট্রাম! শেষলগ্নে চোখ বুলিয়ে নিন চাঞ্চল্যকর এই তথ‍্যে!

Last Updated:

Kolkata Tram: ট্রাম পরিষেবা বন্ধ নিয়ে তীব্র আপত্তি জানাচ্ছে বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন। ট্রাম বন্ধ নিয়ে আপত্তি আছে যাঁরা দীর্ঘদিন ধরে এই পরিবহণকে বাঁচাতে কাজ করে আসছেন তাঁদের মধ্যেও।

কলকাতা ট্রাম
কলকাতা ট্রাম
কলকাতাঃ ট্রাম পরিষেবা বন্ধ নিয়ে তীব্র আপত্তি জানাচ্ছে বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন। ট্রাম বন্ধ নিয়ে আপত্তি আছে যাঁরা দীর্ঘদিন ধরে এই পরিবহণকে বাঁচাতে কাজ করে আসছেন তাঁদের মধ্যেও। এর আগেও কলকাতার ট্রামকে ভিন্নভাবে ব্যবহার করতে নানা উদ্যোগের কথা সামনে এসেছিল।
যদিও তার কোনওটাই বাস্তব সম্মত প্রয়োগ লক্ষ্য করা যায়নি৷ ধীরে ধীরে ট্রাম সংস্থার ওপর প্রভাব পড়তে শুরু করে ট্রাম রুট, ট্রাম লাইন, কর্মী আর বিনিয়োগ ঘিরে। মেট্রোর কাজের জন্য যে ট্রাম লাইন তোলার কাজ বেহালা দিয়ে শুরু হয়েছিল তার প্রভাব অব্যাহত থাকল শেষ পর্যন্ত৷
আরও পড়ুনঃ কাচ বা স্টিল নয়, সস্তার ‘এই’ থালায় খাবার খান! ক্লিন বোল্ড শরীর খারাপ! সারাদিনই টানটান উত্তেজনা
শহর কলকাতায় ২০১১ সালে মোট ৩৭’টি রুটে ট্রাম চলত। ২০১৩ সালে সেই রুট কমে ২৭ টি হয়ে যায়। ২০১৭ সালে ট্রামের রুট কমে দাঁড়িয়ে যায় মাত্র ১৫ টি৷ ২০১৮ সালে ট্রামের রুট কমে দাঁড়িয়ে যায় আটটি। আর কোভিড পরবর্তী পরিস্থিতিতে ট্রাম রুটের সংখ্যা কমে দাঁড়িয়েছিল মাত্র ২ টি। ২০১১ সালে ট্রাম পরিচালনায় ৭০০০ কর্মী কাজ করতেন। ২০১৩ সালে ট্রাম পরিচালনায় ৫৬০০ কর্মী কাজ করতেন। ২০১৭ সালে ট্রাম পরিচালনায় ৪১০০ কর্মী কাজ করতেন। ২০১৮ সালে কাজ করতেন ৩৭০০ কর্মী। আর ২০২২ সালে সেই কর্মীর সংখ্যা কমে দাঁড়িয়ে যায় শূন্য।
advertisement
advertisement
শহর কলকাতায় ২০১১ সালে ৬১ কিমি ট্রাম লাইন ছিল। ২০১৩ সালে তা কমে দাঁড়িয়ে যায় ৪৩ কিমি। ২০১৭ সালে ২২ কিমি ট্রাম লাইন ছিল। ২০১৮ সালে ১৫ কিমি ট্রাম লাইন ছিল। আর কোভিডের পরে সেটা গিয়ে দাঁড়িয়ে যায় মাত্র ১২ কিমি।২০১১ সালে ট্রামে চাপত ৭০ থেকে ৭৫ হাজার যাত্রী৷
২০১৩ সালে ৪৫ থেকে ৫০ হাজার যাত্রী যাতায়াত করত। ২০১৭ সালে ট্রামে ওঠানামা করত ২০ থেকে ২১ হাজার যাত্রী৷ ২০১৮ সালে তা একটু কমে দাঁড়ায় ১৪ থেকে ১৫ হাজার যাত্রী৷ আর কোভিডের পরে ২০২২ সালে তা দাঁড়িয়ে যায় মাত্র ৫ থেকে ৭ হাজারে। ২০১১ সালে ট্রাম পরিচালনায় বিনিয়োগ হত ৫ কোটির বেশি৷ ২০১৩ সালে বিনিয়োগ হত তিন কোটির বেশি৷ ২০১৭ সালে তা গিয়ে দাঁড়ায় এক কোটির বেশি৷ আর ২০১৮ সাল থেকে ট্রামে বিনিয়োগ কার্যত বন্ধ হয়ে যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Tram: কলকাতায় রাস্তায় আর চলবে না ট্রাম! শেষলগ্নে চোখ বুলিয়ে নিন চাঞ্চল্যকর এই তথ‍্যে!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement