প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রার জন্য শহরের কোন রাস্তাগুলি আজ বন্ধ ? দেখে নিন

Last Updated:

রেড রোডে আজ প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একঝাঁক ভিআইপি-ভিভিআইপিরা ।

#কলকাতা: রেড রোডে আজ প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একঝাঁক ভিআইপি-ভিভিআইপিরা । বিসর্জনের মেগা শো-কে ঘিরে তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা গোটা রেড রোড চত্বরে। সিসিটিভির নজরদারি, ওয়াচ টাওয়ারের পাশাপাশি মোতায়েন থাকছে সাদা পোশাকের পুলিশও। এই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে রেড রোডে হবে নিরঞ্জন শোভাযাত্রা। দেশি-বিদেশি অতিথিরা ছাড়াও প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই শোভাযাত্রা দেখতে পারবেন। আজ রেড রোডে দুর্গাপুজোর শোভাযাত্রা  সরাসরি দেখা যাবে কলকাতা পুলিশের ওয়েবসাইটেও ৷  বিকেল ৩টে থেকেই বন্ধ থাকবে শহরের বেশ কিছু রাস্তা ৷ রেড রোড, ডাফরিন রোড, আউটর্ম রোড তো বন্ধ থাকবেই ৷ জওহরলাল নেহরু রোড থেকে মেয়ো রোড ক্যাসুরিনা অ্যাভেনিউ, হেস্টিংস থেকে খিদিরপুর রোড, এসপ্ল্যানেড র‍্যাম্প, হসপিটাল রোড ও লাভার্স লেন সব রাস্তাই বন্ধ থাকবে ৷ বন্ধ থাকবে কুইন্সওয়েও ৷
রেড রোডে মেগা কার্নিভাল
- মূল মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও অন্য অতিথিরা থাকবেন
advertisement
- নিরঞ্জনের শোভাযাত্রা দেখবেন বিদেশি অতিথিরাও
- থাকবেন শিল্পপতি ও টলিউডের কলাকুশলীরাও
- মূল মঞ্চের দু'পাশে ২ হাজার অতিথির বসার ব্যবস্থা
-রাস্তার দু'ধারে দাঁড়িয়ে শোভাযাত্রা দেখতে পারবেন ৫০ হাজারেরও বেশি মানুষ
advertisement
এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্কিনে নিরঞ্জনের শোভাযাত্রা দেখান হবে। নিরাপত্তারও অাঁটোসাটো বন্দোবস্ত করা হয়েছে। সিসিটিভি ও ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি।
দুপুর আড়াইটের মধ্যে পুজো উদ্যোক্তারা হেস্টিংসে জড়ো হবেন। বিকাল পাঁচটায় শুরু হবে নিরঞ্জনের শোভাযাত্রা।
নিরঞ্জনের শোভাযাত্রা
- প্রতি পুজো কমিটির সঙ্গে ৩টি গাড়ি ও ১টি জেনারেটর ভ্যান থাকবে
advertisement
- পুজো কমিটির সঙ্গে ১০০ জন থাকতে পারবেন
- পুজো কমিটির অন্য সদস্যদের শোভাযাত্রা দেখার জন্য পাসের বন্দোবস্ত করা হয়েছে 
শহরে প্রথম বিসর্জন কার্নিভ্যাল। শুক্রবার রেড রোডে দুর্গাপুজোর শোভাযাত্রায় থাকছে ৪০টি পুজো কমিটি। বিসর্জন শোভাযাত্রায় কি করা যাবে, কি নয়, তাও সংশ্লিষ্ট পুজো কমিটিগুলিকে জানিয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার পুলিশ ও প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট পুজো কমিটিগুলির বৈঠকে চূড়ান্ত হয় গোটা প্রক্রিয়ার রূপরেখা।
advertisement
শোভাযাত্রায় কী কী হবে ? 
-হেস্টিংস মোড়ে সব পুজোর জমায়েত
-দুপুর আড়াইটের মধ্যে পৌঁছতে হবে হেস্টিংস মোড়ে
-সঙ্গে থাকবে সংশ্লিষ্ট থানা ও ট্রাফিক পুলিশের পাইলট কার
-প্রতি কমিটির সর্বাধিক ১০০ জন শোভাযাত্রায় থাকতে পারবে
-শোভাযাত্রার জন্য প্রতিটি পুজো ৪টি করে গাড়ি পাবে
advertisement
-রেড রোডে পুলিশ মেমোরিয়াল পর্যন্ত শোভাযাত্রা
-ফোর্ট উইলিয়াম পর্যন্ত থাকবেন ট্রাফিক সার্জেন্ট
-মুখ্যমন্ত্রীর সামনে পারফর্ম করবে পুজো কমিটি
-পারফর্ম করার জন্য ২ মিনিট করে সময়
-সেখান থেকে গঙ্গার ঘাটে যাবে শোভাযাত্রা
-উত্তর কলকাতার শোভাযাত্রা সিআর অ্যাভিনিউ হয়ে যাবে
advertisement
-এক্সাইড হয়ে যাবে দঃ কলকাতার শোভাযাত্রা
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রার জন্য শহরের কোন রাস্তাগুলি আজ বন্ধ ? দেখে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement