Kolkata Port Trust: দুর্ঘটনাগ্রস্ত ভেসেল থেকে তেল, রাসায়নিক জলে ছড়িয়ে পড়া আটকাতে বিশেষ ব্যবস্থা বন্দর কর্তৃপক্ষের

Last Updated:

ইতিমধ্যেই শুরু কন্টেনার সরানোর কাজ। স্বাভাবিক বন্দরের বাকি বার্থের কাজ।

দুর্ঘটনাগ্রস্ত ভেসেল থেকে তেল, রাসায়নিক জলে ছড়িয়ে পড়া আটকাতে বিশেষ ব্যবস্থা বন্দর কর্তৃপক্ষের
দুর্ঘটনাগ্রস্ত ভেসেল থেকে তেল, রাসায়নিক জলে ছড়িয়ে পড়া আটকাতে বিশেষ ব্যবস্থা বন্দর কর্তৃপক্ষের
আবীর ঘোষাল, কলকাতা: ভেসেল ডুবির ৪৮ ঘণ্টা পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের (Kolkata Port Trust) চিন্তা বাড়িয়েছে জল দূষণ। কন্টেনার-সহ ভেসেলের একাংশ জলে ডোবার ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে মেরিন বিভাগের একাংশের। এই অবস্থায় খিদিরপুর ডকের ৫ নং বার্থের বড় অংশ জুড়ে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। জলের একটা বড় অংশ ঘিরে দেওয়া হয়েছে অয়েল স্পিল বুম ব্যারিয়ার দিয়ে ৷ ডুবে থাকা ভেসেলের চারিদিকে নজর রাখা হচ্ছে যাতে কোনও ভাবেই রাসায়নিক ছড়িয়ে না পড়ে।
এ ছাড়া বার্থে রাখা হয়েছে পাম্প, তেল বা রাসায়নিক শুষে নেওয়ার প্যাড। যদি কোনও ভাবে দেখা যায় জাহাজ থেকে রাসায়নিক ছড়িয়ে পড়ছে তাহলে সঙ্গে সঙ্গে এগুলিকে কাজে লাগানো হবে। এ ছাড়া সমীক্ষা চালানো ও রেসকিউ অপারেশনের জন্যে বিশেষ দল রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় খিদিরপুরে যাত্রা শেষ করে মেরিন ট্রাস্ট (Vessel M/v Marine Trust 1), বাংলাদেশের এই ভেসেলের চট্টগ্রাম বন্দরে ফেরার কথা ছিল কন্টেনার-সহ ভেসেলটির। কিন্তু যে জাহাজটি নেতাজী সুভাষ ডক থেকে যাত্রা করার পরিকল্পনা করেছিল, তা হঠাৎ ১৫ মিনিটের মধ্যে কেন ডুবে গেল, তার তদন্ত চলছে।
advertisement
advertisement
বন্দর সূত্রে জানা গিয়েছে, ১৮টি ২০ ফুট কন্টেনার সরাসরি জলে চলে গিয়েছে এবং ১০টি ৪০ ফুট কন্টেনার  জলের উপরিভাগে ভাসছে, যা দড়ি বেঁধে সুরক্ষিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং পণ্যবাহী জাহাজের (Vessel M/v Marine Trust 1) ক্ষয়ক্ষতি কমাতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রী বা পণ্য টার্মিনাল অপারেটর, স্যালভেজ অপারেটর এবং বিমা কোম্পানিগুলির সঙ্গে যোগাযোগ করা  হচ্ছে।
advertisement
এই দুর্ঘটনা যেখানে ঘটে, তার কাছেই থাকা অন্য একটি লঞ্চ থেকে ভিডিওটি রেকর্ড করা হয় ৷ দ্বিতীয় লঞ্চটির যাত্রীরা চিৎকার করে জাহাজটিকে থামানোর জন্য সতর্কও করতে থাকেন ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ ইতিমধ্যেই কন্টেনারের অবস্থান জানতে ডুবুরি নামিয়ে অবস্থা দেখা হয়েছে ৷ ডুবে যাওয়া জাহাজটি আপাতত ঘেরাটোপে বন্দি। জাহাজের নাবিক-সহ বেশ কয়েকজন কর্মীর সঙ্গে বন্দর কর্তৃপক্ষ কথা বলছে। বন্দর কর্তৃপক্ষের চিন্তা বাড়িয়েছে স্রোতের টানে কন্টেনার যেন অন্য কোনও দিকে ভেসে না যায়। তাহলে বাকি জাহাজ চলাচলে সমস্যা তৈরি হবে। ৫ নং বার্থের একাংশ ব্যবহার না হলেও, খিদিরপুর ডক ব্যবহার করতে অসুবিধা হচ্ছে না।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Port Trust: দুর্ঘটনাগ্রস্ত ভেসেল থেকে তেল, রাসায়নিক জলে ছড়িয়ে পড়া আটকাতে বিশেষ ব্যবস্থা বন্দর কর্তৃপক্ষের
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement