Kolkata Police: কামড় কাণ্ডে অভিযুক্ত পুলিশকর্মীকে তলব, জিজ্ঞাসাবাদ চাকরিপ্রার্থী অরুণিমাকেও

Last Updated:

গতকাল মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক লিখিত ভাবে জানিয়ে দেন, অরুণিমার হাতে মানুষের কামড়েরই ক্ষত রয়েছে৷

টেট চাকরিপ্রার্থী অরুণিমা পাল (বাঁদিকে) এবং মহিলা কনস্টেবল ইভা থাপা৷
টেট চাকরিপ্রার্থী অরুণিমা পাল (বাঁদিকে) এবং মহিলা কনস্টেবল ইভা থাপা৷
#কলকাতা: প্রাথমিকের চাকরিপ্রার্থীর হাতে পুলিশকর্মীর কামড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত মহিলা কনস্টেবলকে আগামী সোমবার জিজ্ঞাসাবাদের সম্ভাবনা৷ ইতিমধ্যেই এই ঘটনায় ইভা থাপা নামে অভিযুক্ত মহিলা পুলিশকর্মীকে চিহ্নিত করা হয়েছে৷ শুক্রবারই লালবাজারের পক্ষ থেকে এই ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
শুধু ইভা থাপাই নন, যার হাতে কামড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, সেই প্রাথমিকের চাকরিপ্রার্থী অরুণিমা পালকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর৷
advertisement
গত বুধবার ক্যামাক স্ট্রিটে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে অংশ নেন অরুণিমা পাল৷ অভিযোগ, বিক্ষোভ সরাতে গিয়ে ইভা থাপা নামে ওই মহিলা কনস্টেবল অরুণিমার হাতে কামড়ে দেন৷ এই অভিযোগ সামনে আসতেই তীব্র বিতর্ক ছড়ায়৷ অভিযোগের আঙুল ওঠে বেবি তামাং নামে পুলিশের এক মহিলা কনস্টেবলের বিরুদ্ধে৷
advertisement
পুলিশের পক্ষ থেকে অবশ্য অরুণিমার বিরুদ্ধেও পাল্টা ওই পুলিশকর্মীকে কামড়ে দেওয়ার অভিযোগ তোলা হয়৷ অরুণিমাকে গ্রেফতারও করে পুলিশ৷ শেষ পর্যন্ত গতকাল আদালত থেকে জামিন পান অরুণিমা৷
যদিও গতকাল মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক লিখিত ভাবে জানিয়ে দেন, অরুণিমার হাতে মানুষের কামড়েরই ক্ষত রয়েছে৷ এর পরেই বিষয়টি নিয়ে চাপে পড়ে পুলিশ৷ শেষ পর্যন্ত লালবাজারের পক্ষ থেকে ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়৷ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ডিসি সাউথ ২ বুদ্ধদেব মুখোপাধ্যায়কে৷ আগামী সোমবার তাঁর অফিসেই ওই অভিযুক্ত পুলিশকর্মীকে তলব করা হয়েছে বলে খবর৷
advertisement
অভিযোগকারিণী অরুণিমা পালকে রোজই শেক্সপিয়ার সরণী থানায় হাজিরা দিতে হচ্ছে৷ ফলে তাঁকে সেখানেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে৷ পাশাপাশি, যে এলাকায় এই ঘটনা ঘটেছে, সেই ক্যামাক স্ট্রিটের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবেন তদন্তকারীরা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police: কামড় কাণ্ডে অভিযুক্ত পুলিশকর্মীকে তলব, জিজ্ঞাসাবাদ চাকরিপ্রার্থী অরুণিমাকেও
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement