RG Kar seminar room: আরজি করের সেমিনার রুমে মৃতদেহের কাছে কারা, বিতর্ক থামাতে চিনিয়ে দিল লালবাজার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Arpita Hazra
Last Updated:
পুলিশের তরফে এ দিনও দাবি করা হয়েছে, আরজি কর কাণ্ডের তদন্তে কোনও প্রমাণ নষ্ট হয়নি৷
আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর ভিড়ে ঠাসা সেমিনার রুমের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল৷ ওই ভিডিও প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছিল, কীভাবে ঘটনাস্থলে অবাধে ঢুকে অত মানুষ ঢুকে পড়েছিলেন, সেই প্রশ্ন উঠেছিল৷ পাশাপাশি, প্রমাণ লোপাটের অভিযোগও উঠেছিল৷
কলকাতা পুলিশের পক্ষ থেকে অবশ্য আগেই দাবি করা হয়েছিল, খবর পাওয়ার পরই সেমিনার রুমের যে জায়গায় দেহ উদ্ধার হয়েছিল সেখান থেকে চল্লিশ ফুট পর্যন্ত জায়গা ঘিরে রেখেছিল পুলিশ৷ এ দিনও কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় দাবি করেছেন, ঘিরে রাখা জায়গায় তদন্তের সঙ্গে যুক্ত আধিকারিক এবং পদাধিকারীরা ছাড়া আর কেউ প্রবেশ করেনি৷ রীতিমতো ছবি প্রকাশ করে নির্য়াতিতার দেহের কাছে কারা কারা ছিলেন, সেই পরিচয়ও প্রকাশ করেছে পুলিশ৷

advertisement
পুলিশের পক্ষ থেকে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, নির্যাতিতার দেহ সেমিনার রুমে যে জায়গায় পড়েছিল সেটি একটি সাদা কাপড় দিয়ে আড়াল করা ছিল৷ তার আশেপাশে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের প্রত্যেককে চিহ্নিত করে পুলিশের পক্ষ থেকে পরিচয় প্রকাশ করা হয়েছে৷ এঁদের মধ্যে কলকাতা পুলিশের নগরপাল ছাড়াও পুলিশের বিভিন্ন পদাধিকারীরা রয়েছেন বলে দাবি করা হয়েছে৷ এ ছাড়াও একাধিক ফরেন্সিক বিশেষজ্ঞ, পুলিশের ভিডিওগ্রাফার, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরাও সেখানে ছিলেন বলে জানিয়েছে পুলিশ৷ তাছাড়াও পুলিশের প্রকাশিত ছবিতে ঘটনার প্রত্যক্ষদর্শী একজন মহিলা চিকিৎসককেও দেখা গিয়েছে৷
advertisement
advertisement
পুলিশের তরফে এ দিনও দাবি করা হয়েছে, আরজি কর কাণ্ডের তদন্তে কোনও প্রমাণ নষ্ট হয়নি৷ ডিসি (সেন্ট্রাল) জানিয়েছেন, ঘটনার দিন সকাল ১০.১০ মিনিটে প্রথমবার ঘটনার খবর পায় পুলিশ৷ সকাল ১০.১২ মিনিটে হাসপাতালের আউটপোস্ট থেকেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা৷ সকাল সাড়ে দশটায় মৃতদেহের পাশে দ্বিতীয় কর্ডন বা ঘেরাটোপ তৈরি করা হয় পুলিশের পক্ষ থেকে৷ পুলিশের দাবি, প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষই মৃতদেহ ঘিরে রাখার ব্যবস্থা করেছিল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2024 8:02 PM IST