Kolkata Police: অশান্তির ডিউটিতে মাথা বাঁচাতে ‘FRP’ হেলমেট কিনছে লালবাজার, শক্তপোক্ত অথচ হালকা !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
এবার কলকাতা পুলিশের আধিকারিক থেকে কর্মী সকলের মাথা অক্ষত রাখতে আসছে হালকা, অথচ শক্তপোক্ত হেলমেট। আপাতত ৫০০টি আধুনিক হেলমেট আনা হচ্ছে কলকাতা পুলিশের কর্মীদের জন্য।
অমিত সরকার, কলকাতা: অশান্তি সামলাতে নেমে প্রোটেকশন গিয়ার যেমন ছিল বাধ্যতামূলক, তেমন মাথা, কান এবং মুখ বাঁচাতে হেলমেট পরা নিয়েও কোনও ঝুঁকি নেওয়া যাবে না। সপ্তাহ খানেক আগেই এসওপি মানতে নির্দেশ দিয়েছিলেন খোদ পুলিশ কমিশনার মনোজ বর্মা। এবার কলকাতা পুলিশের আধিকারিক থেকে কর্মী সকলের মাথা অক্ষত রাখতে আসছে হালকা, অথচ শক্তপোক্ত হেলমেট। আপাতত ৫০০টি আধুনিক হেলমেট আনা হচ্ছে কলকাতা পুলিশের কর্মীদের জন্য।
আইন শৃঙ্খলা সামলাতে মানতে হবে এসওপি। পরতে হবে বিভাগের পক্ষ থেকে দেওয়া সবুজ হেলমেট। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে এই হেলমেট অত্যাধিক ওজনদার হওয়ার কারণে অনেক পুলিশ কর্মী ক্রিকেট খেলার হেলমেট পরে এই ধরনের ডিউটি করেন। আর তাতে আঘাত লাগার সম্ভাবনা ও ঝুঁকি থাকছে। সম্প্রতি একটি অশান্তির ঘটনায় ছুটে আসা ইটের আঘাতে জখম হয়েছিলেন এক পুলিশ কর্তা। দেখা গিয়েছে উনি মাথায় ক্রিকেট খেলার হেলমেট পরে ছিলেন। ছুটে আসা ইট ওই হেলমেট ফাটিয়ে মাথা জখম করে । এরপরই এসওপি মেনে বিভাগের তরফে দেওয়া সবুজ হেলমেট বাধ্যতামূলক করে লালবাজার। কিন্তু তাতে দেখা যাচ্ছে ওই হেলমেট মজবুত হলেও অত্যন্ত ভারী, যা দীর্ঘ সময় ধরে পরে থাকতে অসুবিধা হয় বাহিনীর।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে মাথা অক্ষত রাখতে আধুনিক হেলমেট আনছে লালবাজার। ফাইবারগ্লাস রেইনফোর্সড প্লাস্টিক বা এফআরপি হেলমেট আনা হচ্ছে। এই হেলমেট মূলত তৈরি পলি কার্বোনেট দিয়ে। হালকা অথচ শক্তপোক্ত। ল্যাব পরীক্ষার পর পুলিশ কর্মীদের জন্য আনা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ৫০০ টি হেলমেট অর্ডার করা হয়েছে প্রস্তুতকারক সংস্থাকে। যার জন্য খরচ প্রায় সাত লক্ষ টাকা। প্রথম পর্যায়ে ১০০ টি নীল ও ৪০০ টি সবুজ রঙের এফআরপি হেলমেট আসছে লালবাজারে।নীল রঙের হেলমেট দেওয়া হবে র্যাপিড অ্যাকশন ফোর্সকে । আর বাকি ৪০০ সবুজ হেলমেট অন্য পুলিশ কর্মীদের জন্য।
advertisement
লালবাজার সূত্রে জানা গিয়েছে, কুয়াশা ও ধোঁয়ার মধ্যেও চারপাশ দৃশ্যমান থাকবে। এমনকি, অশান্তির মধ্যে যাতে কোনও ভাবেই স্ট্রাপ খুলে না যায়, সেই বিষয়েও নজর দিয়ে তৈরি করা হচ্ছে। লালবাজারের দাবি, এই হেলমেটে কোনও ভারী বস্তুর আঘাতেও অক্ষত থাকবে মাথা। এমনকি কানেও প্রোটেকশন থাকছে এই নয়া হেলমেটে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2025 12:05 PM IST

