বিমানের শৌচাগারের CCTV ফুটেজ খতিয়ে দেখছিল নিরাপত্তা সংস্থাগুলি, আচমকাই সন্দেহের তির ঘুরে গেল ইন্ডিগোর এক যাত্রীর দিকে ! ঠিক কী হয়েছিল?

Last Updated:
Airport News: ইতিমধ্যেই নিরাপত্তা সংস্থাগুলি বিমানবন্দর অপারেটরদের কাছ থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে পরীক্ষা করছে। যে ব্যক্তি উড়ান নিরাপত্তার ক্ষেত্রে গোলমাল সৃষ্টি করেছেন, তাঁকে শনাক্ত করার চেষ্টা করছে বিমান সংস্থা। 
1/5
ঘটনাটির সূত্রপাত সেই উড়ানের শৌচাগার থেকে। আপাতত সেটা বোঝার জন্য দিন-রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে উড়ান নিরাপত্তা সংক্রান্ত সমস্ত এজেন্সিই। এখনও পর্যন্ত তদন্তে সন্দেহের তির ঘুরে গিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের ওই উড়ানটির কিছু যাত্রীর দিকে। ইতিমধ্যেই নিরাপত্তা সংস্থাগুলি বিমানবন্দর অপারেটরদের কাছ থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে পরীক্ষা করছে। যে ব্যক্তি উড়ান নিরাপত্তার ক্ষেত্রে গোলমাল সৃষ্টি করেছেন, তাঁকে শনাক্ত করার চেষ্টা করছে বিমান সংস্থা। 
ঘটনাটির সূত্রপাত সেই উড়ানের শৌচাগার থেকে। আপাতত সেটা বোঝার জন্য দিন-রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে উড়ান নিরাপত্তা সংক্রান্ত সমস্ত এজেন্সিই। এখনও পর্যন্ত তদন্তে সন্দেহের তির ঘুরে গিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের ওই উড়ানটির কিছু যাত্রীর দিকে। ইতিমধ্যেই নিরাপত্তা সংস্থাগুলি বিমানবন্দর অপারেটরদের কাছ থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে পরীক্ষা করছে। যে ব্যক্তি উড়ান নিরাপত্তার ক্ষেত্রে গোলমাল সৃষ্টি করেছেন, তাঁকে শনাক্ত করার চেষ্টা করছে বিমান সংস্থা।
advertisement
2/5
হায়দরাবাদ এবং মোহালির মধ্যে চলাচলকারী ইন্ডিগো এয়ারলাইন্সের উড়ানে ঘটেছিল ঘটনাটি। উড়ানটি ছিল এয়ার ইন্ডিয়ার 6E-108 উড়ান। গত ৫ জুলাই সকাল ১১টা ৫৮ মিনিট নাগাদ মোহালি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল উড়ানটি। তাতে ছিলেন ২২০ জন যাত্রী এবং ৫ জন কেবিন ক্রু। আরোহীরা উড়ান থেকে নেমে যাওয়ার পর বিমানের সাফাই শুরু হয়। পরিষ্কার করার সময় বিমানের শৌচাগার থেকে উদ্ধার হয় একটি টিস্যু পেপার। আর তাতে লেখা মেসেজ ছিল বেশ ভয়ঙ্কর। (Representative Image)
হায়দরাবাদ এবং মোহালির মধ্যে চলাচলকারী ইন্ডিগো এয়ারলাইন্সের উড়ানে ঘটেছিল ঘটনাটি। উড়ানটি ছিল এয়ার ইন্ডিয়ার 6E-108 উড়ান। গত ৫ জুলাই সকাল ১১টা ৫৮ মিনিট নাগাদ মোহালি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল উড়ানটি। তাতে ছিলেন ২২০ জন যাত্রী এবং ৫ জন কেবিন ক্রু। আরোহীরা উড়ান থেকে নেমে যাওয়ার পর বিমানের সাফাই শুরু হয়। পরিষ্কার করার সময় বিমানের শৌচাগার থেকে উদ্ধার হয় একটি টিস্যু পেপার। আর তাতে লেখা মেসেজ ছিল বেশ ভয়ঙ্কর। (Representative Image)
advertisement
3/5
বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিনিয়র অফিসার জানান যে, বিমানের শৌচাগারে মেলা ওই টিস্যু পেপারে লেখা ছিল, এই উড়ানে রয়েছে একটি বোমা। নির্ধারিত প্রোটোকল মেনে বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটির কাছে সঙ্গে সঙ্গে খবর যায়। এদিকে দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল উড়ানটির। তার আগে চিরুনি তল্লাশি চালানো হচ্ছিল। তবে তাতে কিছু আপত্তিকর জিনিস মেলেনি।(Representative Image)
বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিনিয়র অফিসার জানান যে, বিমানের শৌচাগারে মেলা ওই টিস্যু পেপারে লেখা ছিল, এই উড়ানে রয়েছে একটি বোমা। নির্ধারিত প্রোটোকল মেনে বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটির কাছে সঙ্গে সঙ্গে খবর যায়। এদিকে দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল উড়ানটির। তার আগে চিরুনি তল্লাশি চালানো হচ্ছিল। তবে তাতে কিছু আপত্তিকর জিনিস মেলেনি। (Representative Image)
advertisement
4/5
বিমানটি ওড়ার ছাড়পত্র পেয়ে যায়। ওই অফিসার আরও জানান যে, নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পাওয়ার পর বিমানটি উড়ে যায় দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ। নির্ধারিত সময়ের থেকে ২ ঘণ্টা দেরিতে উড়েছিল সেটি। ইতিমধ্যেই ইন্ডিগোর নিরাপত্তা ম্যানেজার মনমোহন সিংয়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে বিমানবন্দর পুলিশ। ইন্ডিয়ান জাস্টিস কোডের ৩৫১, ৩২৪ (৫), ২১৭ এবং ৩ এ (২) ধারার অধীনে এফআইআর হয়েছে। (Representative Image) 
বিমানটি ওড়ার ছাড়পত্র পেয়ে যায়। ওই অফিসার আরও জানান যে, নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পাওয়ার পর বিমানটি উড়ে যায় দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ। নির্ধারিত সময়ের থেকে ২ ঘণ্টা দেরিতে উড়েছিল সেটি। ইতিমধ্যেই ইন্ডিগোর নিরাপত্তা ম্যানেজার মনমোহন সিংয়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে বিমানবন্দর পুলিশ। ইন্ডিয়ান জাস্টিস কোডের ৩৫১, ৩২৪ (৫), ২১৭ এবং ৩ এ (২) ধারার অধীনে এফআইআর হয়েছে। (Representative Image)
advertisement
5/5
এদিকে বিমানবন্দর পুলিশ এই ঘটনাটির তদন্ত করছে। ইতিমধ্যেই গত ৫ জুলাইয়ের 6E-108 বিমানের যাত্রীতালিকা চেয়ে পাঠানো হয়েছে বিমান সংস্থার কাছ থেকে। এয়ার অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-এর কাছ থেকে যাত্রীদের ফুটেজ চাওয়া হয়েছে। বিমানবন্দর পুলিশের সন্দেহ, এই যাত্রীদের মধ্যে একজন এই কাণ্ড ঘটিয়েছেন। উড়ানে ওই ব্যক্তি একা ছিলেন না কি কোনও গ্রুপের সঙ্গে ছিলেন, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। (Representative Image)
এদিকে বিমানবন্দর পুলিশ এই ঘটনাটির তদন্ত করছে। ইতিমধ্যেই গত ৫ জুলাইয়ের 6E-108 বিমানের যাত্রীতালিকা চেয়ে পাঠানো হয়েছে বিমান সংস্থার কাছ থেকে। এয়ার অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-এর কাছ থেকে যাত্রীদের ফুটেজ চাওয়া হয়েছে। বিমানবন্দর পুলিশের সন্দেহ, এই যাত্রীদের মধ্যে একজন এই কাণ্ড ঘটিয়েছেন। উড়ানে ওই ব্যক্তি একা ছিলেন না কি কোনও গ্রুপের সঙ্গে ছিলেন, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। 
(Representative Image)
advertisement
advertisement
advertisement