Bunty aur Bably style fraud in Kolkata: ঠিক যেন সিনেমার 'বান্টি-বাবলি', কলকাতার এই দম্পতিকে কেন খুঁজছে পুলিশ?

Last Updated:
অভিযুক্ত দম্পতি রূপায়ণ গুপ্ত ও মধুশ্রী চৌধুরী৷
অভিযুক্ত দম্পতি রূপায়ণ গুপ্ত ও মধুশ্রী চৌধুরী৷
#কলকাতা: পরিকল্পনা করে একের পর এক চুরি। শহরজুড়ে চুরির নেপথ্যে এক দম্পতি। শেষ পর্যন্ত অবশ্য তাদের ধরে ফেলেন পুলিশ অফিসার দশরথ সিং। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'বান্টি অর বাবলি'-র এই গল্প অনেকেরই জানা৷  রিল লাইফের বান্টি বাবলি বিভিন্ন কৌশলে চুরি করলেও বাস্তবের বান্টি-বাবলির পরিকল্পনা রীতিমতো টনক নাড়িয়ে দিতে পারে বাস্তবের পুলিশকে।
বাস্তবের ‘বান্টি’ রূপায়ণ গুপ্ত, ২০১৬ সালে লক্ষ লক্ষ টাকা প্রতারণার দায়ে বছর খানেক কাটিয়েছেন ‘শ্রীঘরে’। তাতে কী! জেল থেকে বেরনোর পর এবার তার সঙ্গী ‘বাবলি’। স্ত্রী মধুশ্রী চৌধুরীকে নিয়ে ফের প্রতারণার জাল বুনেছে রূপায়ণ। শুধু বদলে গিয়েছে সংস্থার নাম।
advertisement
advertisement
‘স্কাইলার্ক’ ট্রাভেলস নাম নিয়ে সংস্থা খুলে ২০১৬ সালে একাধিক ব্যক্তির থেকে টাকা তুলেছিল বিদেশ ট্যুর করানোর নামে। টাকা নিয়ে গা ঢাকা দিলে রূপায়ণ ও তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও পরে জামিনে ছাড়া পায় রূপায়ণ। তাতে কী, এবার সফরনামা লেইজর নামে নতুন সংস্থা খুলে ফের প্রতারণার কারবার খুলেছে রূপায়ণ। সঙ্গী স্ত্রী মধুশ্রী চৌধুরী। ওয়েবসাইটে সংস্থার ঠিকানা জ্বলজ্বল করছে ৭৩, প্রিন্স আনোয়ার শাহ রোড। মাস খানেক এই সংস্থার নামে একাধিক পরিবারকে ট্যুর করিয়েছে রূপায়ণ ও মধুশ্রী। এমন কী, তাদের সংস্থার ব্যবস্থাপনায় যাঁরা ঘুরতে গিয়েছিলেন, তাঁদের অনেকেই পরিষেবায় সন্তুষ্ট হয়েছিলেন। আর সেই বিশ্বাসকেই হাতিয়ার করেছে রূপায়ণ ও মধুশ্রী।
advertisement
সুদূর কাতারে বসে এদের প্রতারণার শিকার রাহুল সেন নামে এক প্রবাসী বাঙালি। তাঁর বক্তব্য, পরিবারের সদস্যরা কাতার থেকে কলকাতায় এসে হিমাচল ঘুরতে যাবেন বলে পরিকল্পনা করেন। সেই মোতাবেক রূপায়ণদের সঙ্গে যোগাযোগ করেন রাহুল। কাতার থেকে কলকাতা হয়ে হিমাচল ঘুরে ফের কাতার ফেরা, এই পরিকল্পনার কথা জানানো হয় রূপায়ণকে।
রাহুল সেনের দাবি, এই ট্যুর বাবদ দেড় লক্ষ টাকা খরচের কথা বলা হয়। তাতে রাজি হয়ে অগ্রিম ৫০ হাজার টাকা ও পার্সপোর্টের ফটোকপি পাঠিয়ে দেন রূপায়ণকে। এই পর্যন্ত  সবই ঠিক। কলকাতায় আসার সময় এগিয়ে আসছে দেখে রূপায়ণকে ফোন করতেই রাহুল সেন বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। অভিযোগ, যোগাযোগ করা যায়নি। রূপায়ণ ও তার স্ত্রী মধুশ্রীর ফোন বন্ধ ছিল। এমন কি, প্রিন্স আনোয়ার শাহ রোডের যে ঠিকানায় সংস্থার অফিস, সেখানে লোক পাঠিয়ে ওই ঠিকানা খুঁজে পাওয়া যায়নি বলেও অভিযোগ।
advertisement
সুদূর কাতার থেকেই ইমেল মারফত গল্ফগ্রিন থানায় প্রতারণার অভিযোগ করেছেন রাহুল সেন। একই সঙ্গে অভিযোগ জানিয়েছেন লালবাজারেও।
একই অভিজ্ঞতা শ্যামবাজারের গৌরব দাসেরও। তাঁরা চলতি বছর ফেব্রুয়ারিতে রূপায়ণের সঙ্গে যোগাযোগ করেন। অক্টোবর মাসে শিলং ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। তাদের ট্যুর বাবদ ১ লক্ষ ১৫ হাজার টাকা খরচের কথা বলেছিল রূপায়ণ। অগ্রিম বাবদ ৭০ হাজার টাকা দেন গৌরব। কিন্তু এপ্রিল মাসে হঠাৎ তাঁর ঠাকুমা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা এই ট্যুর আপাতত স্থগিত রাখতে বলেন। এর পর রূপায়ণের সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয় জানান বলে দাবি গৌরবের। এমন কি, মে মাসের ১০ তারিখের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল রূপায়ণ, দাবি করেন গৌরব।
advertisement
তাঁর অভিযোগ, মে মাসের ৭ তারিখ ফোন করে জানতে চান টাকা ১০ তারিখ ফেরত দেওয়া হচ্ছে কি না। মে মাসের ১৫ তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে গৌরবকে জানিয়েছিল রূপায়ণ। কিন্তু ১১ মে থেকে আর রূপায়ণের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি গৌরব। তিনিও কলকাতা পুলিসের গল্ফগ্রিন থানা ও লালবাজারে লিখিত অভিযোগ জানিয়েছেন।
advertisement
শুধু কাতারের রাহুল বা শ্যামবাজারের গৌরব নন, এরকম ৬০ জনের বেশি মানুষের থেকে টাকা নিয়ে চম্পট দিয়েছে সস্ত্রীক রূপায়ণ। এখন দেখার বাস্তবের 'বান্টি-বাবলি'-কে কবে জালে তুলতে পারে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bunty aur Bably style fraud in Kolkata: ঠিক যেন সিনেমার 'বান্টি-বাবলি', কলকাতার এই দম্পতিকে কেন খুঁজছে পুলিশ?
Next Article
advertisement
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
  • উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা৷

  • সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷

  • দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন বিজেপি বিধায়ক৷

VIEW MORE
advertisement
advertisement