ওয়াকিটকির হাতেই তুলি, মা দুর্গার চক্ষুদানে ব্যস্ত ‘কনস্টেবল’ সুকুমার 

Last Updated:

অভাবের সংসারে হঠাৎ স্কুল বয়সে নিজেই খড় মাটি দিয়ে শুরু মূর্তি গড়ার পাঠ। পড়াশুনোর পাশাপাশি সুকুমারের কাঁচা হাতে তৈরি হতে লাগল নানান রকম মাটির খেলনা মূর্তি।

অমিত সরকার, কলকাতা: ষষ্ঠ কী সপ্তম শ্রেণী তখন। বাড়ি থেকে কয়েক পা হাঁটলেই চোখে পড়ত মাটি মাখা, খড় বেঁধে কাঠামো তৈরি। স্কুল ফেরত হোক বা খেলে ফেরার সময়, কিশোর সুকুমারকে বার বার টানত সেই ভেজা মাটি-খড়। অভাবের সংসারে হঠাৎ স্কুল বয়সে নিজেই খড় মাটি দিয়ে শুরু মূর্তি গড়ার পাঠ। পড়াশুনোর পাশাপাশি সুকুমারের কাঁচা  হাতে তৈরি হতে লাগল নানান রকম মাটির খেলনা মূর্তি।
পড়শিদের উৎসাহে প্রথম প্রতিমা যখন গড়লেন তখন দ্বাদশ শ্রেণী। শুরুর দিনের কথা বলতে গিয়ে এবার থামলেন সুকুমার। প্রতিমা গড়ার আনন্দ যেমন ছিল, তেমন ছিল অভাবের সংসার। নাম না জানা এমন কাউকে কেন প্রতিমা গড়ার অর্ডার দেবে পুজো কমিটিগুলো? এই টানাপোড়েনের মধ্যেই কলেজ ও মূর্তি গড়ার কাজ চলতে থাকল। কিন্তু সেই ভাবে উপার্জন নেই। সংসারের চাপ আসতে থাকে, লক্ষ্য হয়ে ওঠে চাকরি পাওয়ার তাগিদ। শুরু হয় একের পর এক চাকরির পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। তবে বন্ধ হয়নি খড়-মাটি নিয়ে মূর্তি গড়ার কাজ। হাত পাকতে শুরু করে। এক মৃৎশিল্পীর সহযোগী হয়ে কাজ শুরু হয়ে যায় । এরই মাঝে বাড়িতে এসে পৌঁছয় নিয়োগ পত্র।
advertisement
advertisement
গাড়ি নিয়ে জেমস লং সরণি দিয়ে ছুটছেন, কোনও এক সিগন্যালে ওয়াকিটকি হাতে দাঁড়িয়ে সুকুমার। সুকুমার মণ্ডল, ২০০৯ সালে কলকাতা পুলিশে চাকরি পান তিনি। ট্রেনিং শেষে প্রথম বছর কয়েক রিজার্ভ ফোর্সে ছিলেন। ডিউটি করতেন কলকাতা পুরসভায়। পরবর্তীতে ট্রাফিক গার্ডে কনস্টেবল পদে নিজের দায়িত্ব সামলাচ্ছেন। বর্তমানে কর্মরত জেমস লং সরণি ট্রাফিক গার্ডে। রোজ সেই ডিউটি সামলে বাড়ি ফিরে ঢুকে পড়েন বাঁশদ্রোণির ৩০ ফুট এলাকার নিজের স্টুডিওতে। সেখানেও এবার তৈরি হচ্ছে ছ’টি দুর্গা প্রতিমা।
advertisement
ফি বছর কম বেশি পাঁচ থেকে সাতটি দুর্গা গড়েন সুকুমার। তবে করোনা পরবর্তী সময়ে বাজার মন্দা। তবে যে হাতে ওয়াকিটকি, সেই হাতেই তুলি- হচ্ছে চক্ষুদান। দুটো ভিন্ন জগৎ কি ভাবে মেলাতে পারেন সুকুমার? নিজেই বললেন সেই কথা। সাদা উর্দি পরতেই শৃঙ্খলা কর্তব্যবোধ এই বিষয় চলে আসে, আর এই স্টুডিওতে ঢুকলে যখন তুলি হাতে তুললেই মন শান্ত হয়।শুধু দুর্গা প্রতিমা নয়। কালী জগদ্ধাত্রী থেকে সরস্বতী, গণেশ কিছুই বাদ নেই। সারা বছরই চলতে থাকে মূর্তি গড়ার কাজ। এক দিকে কঠোর শৃঙ্খলার বাহিনীর কর্তব্য অন্যদিকে শিল্প- দুই নিয়েই আগামী পেরোতে চান সুকুমার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ওয়াকিটকির হাতেই তুলি, মা দুর্গার চক্ষুদানে ব্যস্ত ‘কনস্টেবল’ সুকুমার 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement