কলকাতায় শেষবারের মতো আসছেন ‘পদ্মের উমা’! অপেক্ষা করছে বড় চমক, বলছেন উদ্যোক্তারা

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হওয়া দুর্গাপুজোর এবার সমাপ্তি বছর। 

কলকাতায় শেষবারের মতো আসছেন ‘পদ্মের উমা’! অপেক্ষা করছে বড় চমক, বলছেন উদ্যোক্তারা
কলকাতায় শেষবারের মতো আসছেন ‘পদ্মের উমা’! অপেক্ষা করছে বড় চমক, বলছেন উদ্যোক্তারা
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা-  গেরুয়া শিবির পরিচালিত রাজ্য বিজেপির দুর্গাপুজোর আয়োজন এ বছরই অন্তিম বছর। তাই শেষ বারের দুর্গাপুজোর আয়োজনে কোনও রকম খামতি রাখতে চায় না রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘পুজো হবে। ইতিমধ্যেই পুজোর আয়োজন শুরু করে দিতে দলের মহিলা নেতৃত্বদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পুজোর আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হবে।’’
তবে বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র, (EZCC) যেখানে ২০২০ সাল থেকে দুর্গাপুজোর আয়োজন করে আসছে রাজ্য বিজেপি সেই পুজোতে এবার চমকও থাকতে পারে বলে গেরুয়া শিবির সূত্রের খবর। কী সেই চমক ? মাতৃ আরাধনায় কোনও মহিলা পুরোহিতের সন্ধান চালানো হচ্ছে। বিজেপি শিবির সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। চূড়ান্ত ব্যস্ততা চলছে পুজো আয়োজকদের মধ্যে। বিশেষ করে কলকাতায় শাসকদলের প্রথম শ্রেণীর নেতাদের এক একটি পুজোকে ঘিরে এবারও উন্মাদনা তুঙ্গে। তবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির কলকাতায় একটি মাত্র দুর্গাপুজোর আয়োজন নিয়েও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানেও থাকবে বড় চমক। বলছে পদ্ম শিবির।
advertisement
advertisement
বিজেপির দুর্গাপুজো শুরু হয়েছিল ২০২০ সালে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপিতে তখন কোনও কিছুতেই উৎসাহের অভাব ছিল না। ভার্চুয়াল মাধ্যমে সে বার পুজোর উদ্বোধন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু বিধানসভা নির্বাচনে স্বপ্নপূরণ না হওয়া বিজেপি ২০২১ সালেই নমো-নমো করে পুজো সারে। সেটুকু হওয়া নিয়েও একটা সময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অনেক বিতর্কও হয়। সব শেষে বিতর্ক চাপা দিতেই পুজো হয়। এ বার আর কোনও বিতর্ক তৈরি হওয়ার আগেই ঠিক হয়েছে পুজো হবে।
advertisement
রবিবার থেকে দু'দিনের সাংগঠনিক বৈঠকের প্রথম দিনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে  বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, এবারও উৎসাহ উদ্দীপনা নিষ্ঠার সঙ্গে EZCC-তে দুর্গাপুজোর আয়োজনের  প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গিয়েছে। তবে বিজেপি নেতৃত্ব আগেই জানিয়েছিলেন, এ বছরেই শেষ পুজোর আয়োজন। তাই বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র (EZCC)-তে শেষবারের মতো আসছেন পদ্মের উমা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় শেষবারের মতো আসছেন ‘পদ্মের উমা’! অপেক্ষা করছে বড় চমক, বলছেন উদ্যোক্তারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement