Kolkata Police: মুখ্যমন্ত্রীর 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' স্লোগানে হয়েছে কাজ, কমেছে দুর্ঘটনা, বললেন কলকাতার পুলিশ কমিশনার

Last Updated:

উল্লেখ্য, 'সেফ ড্রাইভ সেভ লাইফ' এই স্লোগানকে সামনে রেখে এবারও গোটা সপ্তাহ জুড়ে পালন হল পথ নিরাপত্তা সপ্তাহ। সপ্তাহ জুড়ে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ পথ নিরাপত্তা নিয়ে নানান সচেতনতা মূলক প্রচার চালালেন।

কলকাতা: পথ দুর্ঘটনার ঘটনা কমেছে। কমেছে দুর্ঘটনায় প্রাণহানিও। সবটাই সম্ভব হয়েছে কারণ, আগের তুলনায় মানুষ এখন অনেকটাই বেশি সচেতন। ২০১৬ সালে শুরু হওয়া সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারমূলক স্লোগানের কারণেই এমনটা সম্ভব হয়েছে বলে মনে করছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রবিবার ছিল পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিন। সেই অনুষ্ঠানেই এই কথা বলতে শোনা গেল কলকাতার পুলিশ কমিশনারকে। একইসঙ্গে এদিনই কলকাতা পুলিশের উদ্যোগে হাফ ম্যারাথনের আয়োজন করা হয়।
হাফ ম্য়ারাথন অনুষ্ঠানে ফ্ল্যাগ অফ করে পুলিশ কমিশনার বলেন, "২০১৬ সালে মুখ্যমন্ত্রী যখন 'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রচার শুরু করেছিলেন, তখন থেকে মানুষের মধ্যে প্রচুর উৎসাহ দেখা গিয়েছে, সেই সময় চারশোর বেশি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটত, গত বছর সেই সংখ্যা ১৮৫-তে নেমে এসেছে। দুর্ঘটনা অনেক কমেছে। সচেতনতা বেড়েছে। অনেক বেশি লোক হেলমেট পরছে। হাইস্পিড ও ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ কমেছে। আগামী দিনে মানুষ আরও সচেতন হবে।"
advertisement
আরও পড়ুন: গ্রুপ ডি-তে সদ্য চাকরি-হারা ১৯১১ জন, ওয়েটিং লিস্টের ১৪৪৪ জনের তালিকা প্রকাশ করল কমিশন
উল্লেখ্য, 'সেফ ড্রাইভ সেভ লাইফ' এই স্লোগানকে সামনে রেখে এবারও গোটা সপ্তাহ জুড়ে পালন হল পথ নিরাপত্তা সপ্তাহ। সপ্তাহ জুড়ে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ পথ নিরাপত্তা নিয়ে নানান সচেতনতা মূলক প্রচার চালালেন। কলকাতা পুলিশের ট্র্যাফিক গার্ডগুলোর তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল। হয়েছিল বাইক Rally।
advertisement
advertisement
আরও পড়ুন: স্ত্রী-বউমার অত্যাচারে অতিষ্ঠ বহু পুরুষ, প্রতিবাদে রাস্তায় নেমেও হচ্ছে না লাভ! শোরগোল শহরে
আর রবিবার পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিন ছিল কলকাতা পুলিশের মেগা ইভেন্ট। হাফ ম্যারাথন। যেখানে অংশ নিয়েছেন কুড়ি হাজারের বেশি প্রতিযোগী। ২১ কিলোমিটার, ১০ ও ৫ কিলোমিটার এই তিন ক্যাটাগরিতে দৌড় হয়েছে। ১০ কিলোমিটার দৌড়ে অংশ নিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার সহ একাধিক উচ্চপদস্থ কর্তা। ছিলেন পুলিশকর্মী, তাদের পরিবারের সদস্য ও শহরবাসী। ৫ কিলোমিটার ইভেন্টেও পুলিশকর্মীদের যোগ দিতে দেখা যায়। পুলিশ কমিশনার বলেন, "এই হাফ ম্যারাথন নিয়ে উৎসাহ বাড়ছে, আগামী বছর আরও বেশি মানুষ অংশ নেবেন।"
advertisement
কলকাতা পুলিশের এদিনের অনুষ্ঠান অতিথি হিসেবে ছিলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও পাওলি দাম। এছাড়া ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, ছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এত মানুষের অংশগ্রহণ দেখে যথেষ্ট খুশি মেয়রও। কলকাতা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police: মুখ্যমন্ত্রীর 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' স্লোগানে হয়েছে কাজ, কমেছে দুর্ঘটনা, বললেন কলকাতার পুলিশ কমিশনার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement