হুক্কা বারে সর্বনাশ! নিষিদ্ধ হওয়ার পরেই পুলিশি অভিযান, উঠে এল চমকে দেওয়া তথ্য

Last Updated:

শুক্রবার বিকেলে মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেন, শহরে চলা সমস্ত রকমের হুক্কাবার নিষিদ্ধ করা হচ্ছে।

#কলকাতা: শহরে হুক্কা বার নিষিদ্ধ ঘোষণার রাতেই কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার অভিযান। কলকাতার দুই প্রান্তে দু’টি পৃথক পৃথক হুক্কা বারে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। পুলিশের দাবি, রেঁস্তোরার মধ্যে বেআইনি ভাবে চালানো হচ্ছিল হুক্কাবারগুলি।
তিন জনকে গ্রেফতারের পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, অভিযোগ আসছিল বিভিন্ন রেঁস্তোরার ভিতরে চলা হুক্কা পার্লারের আড়ালে বিভিন্ন সময় মাদকের ব্যবহার হচ্ছিল। এর আগেও শহর কলকাতায় অভিযান চালিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুরসভার নজরে আসতেই কড়া সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। শুক্রবার বিকেলে মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেন, শহরে চলা সমস্ত রকমের হুক্কাবার নিষিদ্ধ করা হচ্ছে। এমনকি আগামীতে এমন কোনও হুক্কাবার খোলা যাবে না।
advertisement
advertisement
আরও পড়ুন: অভিষেকের সভার মাইকে শান্তিকুঞ্জের শান্তিভঙ্গ? মিটার হাতে মাপছে পুলিশ
তিনি বলেন, হুক্কা বারে যে ধরনের রাসায়নিক মিশ্রিত ধোঁয়া ব্যবহার বেড়েছে, তা যুব সম্প্রদায়ের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এমনকী তরুণপ্রজন্ম নেশায় আকৃষ্ট হয়ে পড়ছে। তাই হুক্কাবার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ভাবে দু’একদিনের মধ্যে বিজ্ঞপ্তিও জারি করা হবে পুরসভার পক্ষ থেকে। পুরসভা এহেন উদ্যোগ নিলেও পুলিশকেও কড়া হাতে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন মেয়র। দেখা গেল এই ঘোষণার রাতেই টালা থানা এলাকার বিধান সরণিতে চলা এক রেস্তোরাঁতে অভিযান চালানো হয় পুলিশের পক্ষ থেকে।
advertisement
লালবাজার সূত্রে খবর, ভিতরে অবৈধ ভাবে হুক্কাবার চালানো হচ্ছিল, অভিযোগও আসে। এই বার থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য দিকে মধ্য কলকাতার পার্ক স্ট্রিট থানা এলাকার মুজাফ্ফর আহমেদ স্ট্রিটেও অভিযান চালায় কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। হুক্কাবার বন্ধের পাশাপাশি গ্রেফতার করা হয় দু’জনকে। আগামী দিনে আরও বড়সড় অভিযান চলবে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
সামনেই বড়দিনের উৎসব, আর এই উৎসব ঘিরে এর আগেও দেখা গেছে মাদক সেবনের ঘটনা ঘটেছে। পাকড়াও হয়েছে। কারণ অনেক হুক্কা বারের আড়ালে বিভিন্ন মাদক সেবনের অভিযোগ এসেছে অতীতে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
হুক্কা বারে সর্বনাশ! নিষিদ্ধ হওয়ার পরেই পুলিশি অভিযান, উঠে এল চমকে দেওয়া তথ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement