Kolkata News: আসছে ফুড কোর্ট! তৈরি চাইল্ড কেয়ার সেন্টার! ঢেলে সাজছে আলিপুর চিড়িয়াখানা

Last Updated:

Kolkata News: আগামীদিনে আরও আকর্ষণীয় হতে চলেছে আলিপুর চিড়িয়াখানা। 

রাজ্য বন দফতরের উদ্যোগ
রাজ্য বন দফতরের উদ্যোগ
#কলকাতা: চিড়িয়াখানায় সঙ্গী যখন দুগ্ধপোষ্য শিশু৷ তখন স্তন্যদায়ী মা-কে সন্তানের ক্ষুধা নিবারণে লোকলজ্জার কারণে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। এবার এগিয়ে এল রাজ্য বন দফতর। আলিপুর চিড়িয়াখানায় তৈরি করা হল ‘চাইল্ড কেয়ার সেন্টার’ (Alipur Zoo)। এয়ারপোর্ট বা শপিং মলের ধাঁচেই তৈরি করা হয়েছে এই চাইল্ড কেয়ার রুম (Kolkata News)।
আগামিদিনে এই ধরণের রুমের সংখ্যা বাড়ানো হবে। ইতিমধ্যেই যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দফতরের রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং রাজ্যের ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান তপন দাশগুপ্ত ঘরটির উদ্বোধন করেছেন। ছিলেন বন দফতরের আধিকারিকরা। রাজ্যে এর আগে শিলিগুড়ি সাফারি পার্কে এই ব্যবস্থা (Kolkata News) চালু করা হয়েছিল। আগামিদিনে রাজ্যের সমস্ত চিড়িয়াখানাতেই এই ব্যবস্থা করা হবে বলে রাজ্য বনদফতরের মন্ত্রী জানিয়েছেন।
advertisement
advertisement
এই চাইল্ড কেয়ার রুম প্রসঙ্গে (Kolkata News) রাজ্য বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) বলেন, ‘চিড়িয়াখানায় (Alipur Zoo) শিম্পাঞ্জির খাঁচার ঠিক কাছেই এই বিশেষ ঘরটি তৈরি করা হল। ভেতরে চারজন মা তাঁদের শিশুকে নিয়ে বসতে পারবেন। আর শুধুমাত্র স্তন্যদানই নয়, যদি মা এবং শিশুদের বিশ্রাম নেওয়ার প্রয়োজনও পড়ে তবে এই ঘরে ঢুকে মায়েরা তাঁদের সন্তান-সহ বিশ্রাম নিতে পারবেন। ইতিমধ্যেই এই ঘরটি সকল মায়েদের জন্য খুলে দেওয়া হল।’
advertisement
বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) জানিয়েছেন, এবার আলিপুর চিড়িয়াখানার আরও আধুনিকীকরণ করা হচ্ছে। এছাড়া আলিপুর চিড়িয়াখানার বিপরীতে মেরিন অ্যাকোয়িরাম আরও আধুনিকীকরণ করা হচ্ছে। এখানে একটা স্লাইড শো করার ব্যবস্থাও থাকছে। সেই বিষয়ে কাজ শুরু হচ্ছে শীঘ্রই। স্বল্প খরচে তা দেখার ব্যবস্থা থাকছে৷ আলিপুর চিড়িয়াখানায় (Alipur Zoo) একদিকে যেমন এই ঘরটির উদ্বোধন হয়েছে পাশাপাশি এবার পর্যটকদের সাফারির জন্য একটি অত্যাধুনিক গাড়িও চালু করা হল। শীতাতপ নিয়ন্ত্রিত এই গাড়িটি অবশ্য নিয়ে আসা হচ্ছে উত্তরবঙ্গে। এর পাশাপাশি আলিপুর চিড়িয়াখানায় একটি নির্মীয়মাণ ফুড কোর্টের পরিদর্শন করেন মন্ত্রী, চেয়ারম্যান এবং আধিকারিকরা। দর্শকদের জন্য খুব তাড়াতাড়ি ফুড কোর্টটি চালু হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: আসছে ফুড কোর্ট! তৈরি চাইল্ড কেয়ার সেন্টার! ঢেলে সাজছে আলিপুর চিড়িয়াখানা
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement